সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
গৃহকর্মী শোষণ

সুইজারল্যান্ডে হিন্দুজা পরিবারের চার সদস্যের কারাদন্ড

যাযাদি ডেস্ক
  ২৩ জুন ২০২৪, ০০:০০
সুইজারল্যান্ডে হিন্দুজা পরিবারের চার সদস্যের কারাদন্ড
হিন্দুজা পরিবারের সদস্যরা

ভারতীয় বংশোদ্ভূত বিজনেস টাইকুন প্রকাশ হিন্দুজা, তার স্ত্রী, ছেলে, পুত্রবধূর বিরুদ্ধে বাড়ির দুর্বল গৃহকর্মীদের ওপর নির্যাতন ও শোষণ করার অভিযোগে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন সুইজারল্যান্ডের আদালত। শুক্রবার সুইস ফৌজদারি আদালত হিন্দুজা পরিবারের চার সদস্যকে দোষী সাব্যস্ত করে সাড়ে চার বছরের কারাদন্ডের নির্দেশ দেন। কৌঁসুলিরা বলছেন, আসামিরা তাদের কর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করেছেন। পারিবারিক প্রাসাদ 'জেনিভা ভিলা'য় কাজ করাতে তাদেরকে ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছিল। আদালত রায়ে হিন্দুজাদের 'স্বার্থপর' বলে বর্ণনা করা হয়েছে। তথ্যসূত্র : টাইমস অব ইনডিয়া, বিবিসি

রায়ে প্রকাশ হিন্দুজা ও তার স্ত্রী কমল হিন্দুজাকে সাড়ে চার বছরের কারাদন্ড এবং তাদের ছেলে অজয় ও তার স্ত্রী নম্রতাকে চার বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। তবে মানব পাচারের মতো গুরুতর অভিযোগ থেকে তাদের খালাস দিয়েছেন বিচারক। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে হিন্দুজা পরিবার।

হিন্দুজাদের সম্পদের পরিমাণ প্রায় ৪ হাজার ৭০০ কোটি ডলার। তারা ৩৮টির মতো দেশে তেল-গ্যাস থেকে শুরু করে ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবা ব্যবসা পরিচালনা করে আসছে।

শুনানিতে সরকারি কৌঁসুলিরা বলেছেন, দিনে ১৮ ঘণ্টা কাজ করার জন্য হিন্দুজারা তাদের কর্মীদের মাত্র ৮ ডলার (৬৬০ রুপি) দিতেন, যা সুইস আইনে বাধ্যতামূলক মজুরির দশমাংশেরও কম। কৌঁসুলিরা এটাও বলেন, পরিবারটি তাদের কর্মীদের পাসপোর্টও আটকে রাখার পাশাপাশি তাদেরকে প্রাসাদের বাইরে যাওয়ার খুব কম অনুমতি দিত। শুনানিতে সরকারি আইনজীবীরা অভিযোগ করেন, ওই পরিবার গৃহকর্মীদের চেয়ে তাদের কুকুরের পেছনে বেশি ব্যয় করে। সুইস প্রসিকিউটর ইয়েভেস বার্তোসা জানিয়েছেন, হিন্দুজারা প্রতি বছর কুকুরের পেছনে ৮ হাজার ৫৮৪ সুইস ফ্রাঁ খরচ করলেও কিছু কর্মীকে তারা দিনে ৭ ফ্রাঁয় ১৮ ঘণ্টা, সপ্তাহে সাত দিন কাজ করান।

তবে আসামিরা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাদের কর্মীরা চাইলেই বাইরে যেতে পারেন এবং যথেষ্ট সুবিধা পান। তারা নির্দ্বিধায় ভিলা ছেড়ে যেতে পারেন এবং পর্যাপ্ত সুবিধাও পেতে পারেন। হিন্দুজাদের পক্ষ থেকে বলা হয়, উন্নত জীবন দেওয়ার জন্য কর্মীরা তাদের কাছে 'কৃতজ্ঞ'। রায়ের পর হিন্দুজাদের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা এই রায়ে 'মর্মাহত' হয়েছেন এবং এর বিরুদ্ধে আপিল করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে