ইউক্রেনের বিদু্যৎ অবকাঠামোর লক্ষ্যে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। নতুন এ হামলার তথ্য নিশ্চিত করেছে ইউক্রেন। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, গত তিন মাসে তাদের বিদু্যৎ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া অষ্টমবারের মতো হামলা চালিয়েছে। তথ্যসূত্র : বিবিসি
দেশটির বিমানবাহিনী জানিয়েছে, শনিবার শেষ রাতে রুশ বাহিনী ১৬টি ক্ষেপণাস্ত্র ও ১৩টি ড্রোন ছোড়ে। এর মধ্যে ১২টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সমর্থ হয় তারা। রুশ বাহিনীর চালানো নতুন এ হামলায় জাপোরিঝিয়া অঞ্চলে বিদু্যৎ বিভাগের দুই কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, পশ্চিমাঞ্চলের লভিভে বিদু্যৎ সরবরাহের সরঞ্জামাদি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
পুরো বসন্ত এবং গ্রীষ্মের শুরুর দিকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। এতে দেশটির অনেক অঞ্চলের মানুষ একাধিকবার বিদু্যৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। গত বৃহস্পতিবারও ইউক্রেনে এমন হামলা চালিয়েছিল রাশিয়া। এতে একটি বিদু্যৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাত কর্মীও আহত হন।
সাধারণ মানুষের ঘরে বিদু্যৎ সরবরাহ নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিদু্যৎ কিনছে ইউক্রেন। তবে এটি চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। আর এ কারণে সামরিক অবকাঠামো ও হাসপাতালে বিদু্যৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকায় বিদু্যৎ সরবরাহ (বস্ন্যাকআউট) বন্ধ রাখা হচ্ছে।
রাশিয়ার এসব হামলা বন্ধ করতে পশ্চিমা দেশগুলোর কাছে বেশি পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমেরিকার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কারবি গত বৃহস্পতিবার জানান, তারা তাদের 'প্যাট্রিয়ট' আকাশ প্রতিরক্ষা দেওয়ার ক্ষেত্রে ইউক্রেনকে প্রাধান্য দেবেন।
এদিকে, পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর চাসিভ ইয়ারের চারপাশে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছে কিয়েভ। শহরটিকে রক্ষা করতে নিয়োজিত ইউক্রেনীয় সামরিক ইউনিট এই তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনের ২৪তম যান্ত্রিক ব্রিগেডের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের চাসিভ ইয়ার শহরে পাঠানো হয়েছে। কারণ রাশিয়া সেখানে তুমুল আক্রমণ চালিয়ে যাচ্ছে।
পৃথকভাবে দোনেৎস্কের দক্ষিণাঞ্চলীয় শহর সেলিডোদের কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার বিমান হামলায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। আঞ্চলিক গভর্নর ওই অঞ্চল থেকে লোকজনদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা আরও জানান, চাসিভ ইয়ার শহর এবং এর আশপাশের পরিস্থিতি অত্যন্ত কঠিন। রাশিয়া ক্রমাগত সামনের দিকে এগোচ্ছে ও ব্যাপক সম্মুখ আক্রমণ করছে।