কোরআন অবমাননার অভিযোগে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত জেলার জনপ্রিয় পর্যটন এলাকা মাদিয়ানে এক স্থানীয় পর্যটককে পিটিয়ে-পুড়িয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। হত্যার পর তার দেহও পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। নিহত সেই পর্যটকের নাম মুহম্মদ ইসমাইল (৩৬)। তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট জেলার বাসিন্দা ছিলেন। তথ্যসূত্র : আল-জাজিরা
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কয়েকজন মাদিয়ান পুলিশ স্টেশনে এসে অভিযোগ করেন- ইসমাইল হোটেলে অবস্থানকালে কোরআন শরিফ পুড়িয়েছেন। এই অভিযোগ পাওয়ার পর পুলিশ ইসমাইলকে হোটেল থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে হেফাজতে রাখে।
কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যে শতাধিক মানুষ জড়ো হয় ওই পুলিশ স্টেশনে। তারা ওই স্টেশন ঘেরাও করে ইসমাইলকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করে। পুলিশ তাতে অস্বীকৃতি জানালে বিক্ষুব্ধ ওই জনতা থানায় আক্রমণ করেন এবং হেফাজত থেকে ইসমাইলকে টেনে-হিঁচড়ে বাইরে বের করে এনে পেটাতে থাকে। এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় ইসমাইলের গায়ে আগুন ধরিয়ে দেয় তারা।
সোয়াত পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জাহিদ উলস্নাহ খান সাংবাদিকদের জানিয়েছেন, উত্তেজিত জনতা পুলিশ স্টেশন এবং পুলিশের গাড়িতেও অগ্নিসংযোগ করেছে। পুলিশ এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে।