সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

তীব্র তাপপ্রবাহে মক্কা-মদিনায় জুমার খুতবা সংক্ষিপ্ত

যাযাদি ডেস্ক
  ২৪ জুন ২০২৪, ০০:০০
তীব্র তাপপ্রবাহে মক্কা-মদিনায় জুমার খুতবা সংক্ষিপ্ত

সৌদি আরবে অবস্থিত পবিত্র দুই মসজিদে জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রচন্ড গরমে ও তীব্র তাপপ্রবাহের কারণে চলতি গ্রীষ্মের শেষ পর্যন্ত এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। এ ছাড়া এই নির্দেশনায় শুক্রবারের জুমার নামাজের প্রথম ও দ্বিতীয় আজানের মধ্যবর্তী সময়ও কমিয়ে দেওয়া হয়েছে। তথ্যসূত্র : গাল্ফ নিউজ

নির্দেশনায় বলা হয়েছে, ইসলামের দুটি পবিত্রতম মসজিদে জুমার নামাজের আগে নির্ধারিত খুতবা চলমান গ্রীষ্ম মৌসুমের শেষ পর্যন্ত সংক্ষিপ্ত করে কয়েক মিনিটের মধ্যে শেষ করতে হবে। মূলত মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রচন্ড গরমের মধ্যে মুসলিস্নদের সুরক্ষার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে জুমার খুতবা সাধারণত ৩০-৪৫ মিনিট স্থায়ী হতো।

রাজকীয় নির্দেশের অধীনে ইসলামের পবিত্র দুই মসজিদে জুমার খুতবা এবং নামাজের সময়কাল ১৫ মিনিটে নামিয়ে আনা হবে বলে সৌদি আরবের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন। এই নির্দেশনা পালন শুক্রবার থেকেই শুরু হয়েছে এবং গ্রীষ্মের শেষঅবধি এটি অব্যাহত থাকবে।

দুই পবিত্র মসজিদের ধর্মীয়-বিষয়ক প্রেসিডেন্সির প্রধান বলেছেন, এই পদক্ষেপটি মুসলিস্নদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় সৌদি নেতাদের আগ্রহকেই তুলে ধরছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে