সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

গাজা যুদ্ধের মধ্যে ফের শীর্ষ মার্কিন পররাষ্ট্র কর্মকর্তার পদত্যাগ

যাযাদি ডেস্ক
  ২৪ জুন ২০২৪, ০০:০০
গাজা যুদ্ধের মধ্যে ফের শীর্ষ মার্কিন পররাষ্ট্র কর্মকর্তার পদত্যাগ

ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাতে সরাসরি ইসরাইলের পক্ষে অবস্থান নিয়েছে আমেরিকা। একইসঙ্গে গাজায় ইসরাইলি গণহত্যা ও যুদ্ধাপরাধের বিষয়েও দেশটি নীরব। এই পরিস্থিতিতে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরও একজন শীর্ষ কর্মকর্তা। তিনি ইসরাইল-ফিলিস্তিন বিষয়ক বিশেষজ্ঞ। অবশ্য পদত্যাগের কারণ 'ব্যক্তিগত' বলে জানিয়েছেন তিনি। তথ্যসূত্র : আল-জাজিরা

পদত্যাগ করা ওই কর্মকর্তার নাম অ্যান্ড্রু মিলার। তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইসরাইল-ফিলিস্তিনি বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। অ্যান্ড্রু মিলার তার চাকরি ছাড়ার সিদ্ধান্তের জন্য ব্যক্তিগত কারণ উলেস্নখ করেছেন বলে 'ওয়াশিংটন পোস্ট' পত্রিকা গত শুক্রবার জানিয়েছে।

তবে তিনি তার সহকর্মীদের বলেছেন, যদি তার ব্যক্তিগত দায়িত্বের জন্য চাকরি ছাড়তে না হতো, তবে তিনি তার চাকরিতে থাকতেই পছন্দ করতেন।

ইসরাইলের প্রতি ওয়াশিংটনের অব্যাহত সমর্থন নিয়ে আমেরিকার বেশ কয়েকটি সরকারি সংস্থা থেকে একের পর এক কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটেছে এবং এর মধ্যে সর্বশেষ পদত্যাগ করলেন মিলার।

একের পর এক এই পদত্যাগ গাজায় ইসরাইলি হামলায় প্রেসিডেন্টের জোরালো সমর্থনের বিষয়ে বাইডেন প্রশাসনের মধ্যে ক্রমবর্ধমান হতাশা ফুটে উঠছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে