সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ইসরাইলি হামলায় গাজায় স্বাস্থ্য কর্মকর্তা নিহত

যাযাদি ডেস্ক
  ২৫ জুন ২০২৪, ০০:০০
ইসরাইলি হামলায় গাজায় স্বাস্থ্য কর্মকর্তা নিহত
হানি আল-জাফরাভি

ইসরাইলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডের এক ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই কর্মকর্তার নাম হানি আল-জাফরাভি। তিনি গাজা উপত্যকার অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগের পরিচালক ছিলেন। গাজার একটি ক্লিনিকে গোলাবর্ষণ করে ইসরাইলি বাহিনী তাকে হত্যা করে বলে সোমবার জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা শহরের দারাজ ক্লিনিকে ইসরাইলের গোলাবর্ষণে উপত্যকাটির অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগের পরিচালক হানি আল-জাফরাভি নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, গাজার স্বাস্থ্যকর্মীদের ইসরাইলি বাহিনী পদ্ধতিগতভাবে লক্ষ্যবস্তু করা সত্ত্বেও তারা চিকিৎসা সম্পর্কিত মানবিক দায়িত্ব পালন অব্যাহত রাখার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।

একইসঙ্গে গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ করার জন্য আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়টি। তথ্যসূত্র : আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে