সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

মাথায় আঘাত পেয়ে ব্রিটিশ রাজকুমারী হাসপাতালে

যাযাদি ডেস্ক
  ২৬ জুন ২০২৪, ০০:০০
মাথায় আঘাত পেয়ে ব্রিটিশ রাজকুমারী হাসপাতালে
রাজকুমারী অ্যান

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট বোন রাজকুমারী অ্যান মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার বাকিংহাম প্যালেস জানিয়েছে, প্রয়াত রানি এলিজাবেথের একমাত্র মেয়ে রাজকুমারী অ্যান (৭৩) রোববার মাথায় আঘাত পান, তবে আঘাত গুরুতর নয়। তিনি এখন পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টলের সাউথমিড হাসপাতালে আছেন।

বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র বলেছেন, তিনি সুস্থ হয়ে উঠছেন। পর্যবেক্ষণের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে রাখা হয়েছে।

রাজপ্রাসাদের এক কর্মকর্তা জানিয়েছে, তার বাড়ির কাছে গ্যাটকম্ব পার্ক এস্টেটের মাঠে হাঁটার সময় রাজকুমারীর মাথায় চোট লাগে। ওই মাঠে অনেক ঘোড়া ছিল আর তার চিকিৎসক দল বলেছে, রাজকুমারীর মাথার জখমের সঙ্গে ঘোড়ার মাথা বা পায়ের আঘাতের সামঞ্জস্য আছে।

হাসপাতালে অ্যানের সঙ্গে তার স্বামী টিম লরেন্স ও তাদের দুই সন্তান, জারা টিন্ডাল ও পিটার ফিলিপস আছেন। মাথায় আঘাত পাওয়ার সময় লরেন্সও ওই এস্টেটে ছিলেন। তথ্যসূত্র : রয়টাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে