জাপানের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় রেকর্ড পরিমাণে বর্ষণের কারণে সেখান থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় পানি বেড়ে যাওয়ায় নদী ভাঙনের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন সেতু ও গাড়ি ভেসে গেছে। শুক্রবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
দেশটির হোনশু দ্বীপের ইয়ামাগাতা এবং আকিতা অঞ্চলে ভারী বর্ষণে কমপক্ষে একজনের মৃতু্য হয়েছে এবং চারজন এখনো নিখোঁজ রয়েছে।
পুলিশ জানায়, ইউজাওয়া শহরে রাস্তার কাজ চলার সময় ভূমিধসের ঘটনায় ৬০ বছর বয়সি এক ব্যক্তি মাটির নিচে চাপা পড়েন।
এদিকে, ৮৬ বছর বয়সি আরেক ব্যক্তির সন্ধান পাওয়া যাচ্ছে না। এই ব্যক্তিকে সর্বশেষ আকিতা নগরীর একটি নদীর তীরে দেখা গিয়েছিল।
ইয়ামাগাতায় স্থানীয় এক কর্মকর্তা বলেন, এই প্রাকৃতিক দুর্যেগে এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। ইয়ামাগাতায় দুটি নদী ভেঙে যাওয়ায় সেখানে বন্যা দেখা দিয়েছে।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) শুক্রবার জানায়, ১৯৭৬ সালের পর ইয়ামাগাতা অঞ্চলের দুটি এলাকায় ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শিনজো ৩৮৯ মিলিমিটার (১৫ ইঞ্চি) এবং সাকাতা ২৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
ভিডিও ফুটেজে বন্যার পানিতে পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি যানবাহনকে ভেসে যেতে দেখা যায়।
তথ্যসূত্র : এএফপি