সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
আরজি কর কান্ড

মমতাকে হত্যার হুমকি শিক্ষার্থী গ্রেপ্তার

যাযাদি ডেস্ক
  ২০ আগস্ট ২০২৪, ০০:০০
মমতাকে হত্যার হুমকি শিক্ষার্থী গ্রেপ্তার
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। গ্রেপ্তারকৃত ওই শিক্ষার্থী মমতা ব্যানার্জিকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো গুলি করে হত্যার হুমকি দিয়ে সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। অভিযুক্ত ওই শিক্ষার্থী দ্বিতীয়বর্ষের বিকম শিক্ষার্থী।

অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম কীর্তি শর্মা। কলকাতার আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের নাম ও ছবি প্রকাশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

কলকাতা পুলিশ জানিয়েছে, আরজি কর কান্ডে ভুয়া পোস্টের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে কলকাতা পুলিশের বিশেষ শাখা। নির্যাতিতার ছবি ও পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু অভিযুক্ত ওই শিক্ষার্থী পুলিশের সেই নির্দেশ না মেনে নির্যাতিতার পরিচয় সোস্যাল মিডিয়ায় সামনে আনেন। পাশাপাশি খুনের হুমকি দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।

উলেস্নখ্য, ভারতীয় আইন মোতাবেক ধর্ষণের শিকার কারও নাম বা ছবি প্রকাশ্যে আনা শাস্তিযোগ্য অপরাধ।

অভিযুক্ত কীর্তি শর্মা ইনস্টাগ্রামে গত শনিবার এক পোস্টে লিখেছিলেন, 'আপনি যদি পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্দিরা গান্ধীর মতো গুলি করেন, আমি দুঃখ পাব না।'

তথ্যসূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে