বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ইসরাইলি বর্বরতা ছবি তুলে পুরস্কার জিতলেন এএফপির সাংবাদিক

যাযাদি ডেস্ক
  ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ইসরাইলি বর্বরতা ছবি তুলে পুরস্কার জিতলেন এএফপির সাংবাদিক

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বর হামলার ছবি তুলে পুরস্কার জিতেছেন এএফপির ফটো সাংবাদিক মাহমুদ হামস। তিনি গাজা যুদ্ধের ছবি তুলে মর্যাদাপূর্ণ ভিসা ডি'অর নিউজ পুরস্কার জিতেছেন, ভিসা পোর ল'ইমেজ অ্যাসোসিয়েশন শনিবার এ

ঘোষণা দিয়েছে।

1

৪৪ বছর বয়সি মাহমুদ হামস ২০০৩ সাল থেকে ফিলিস্তিনি ভূখন্ডে ফরাসি বার্তা সংস্থা এএফপির হয়ে কাজ করছেন।

এএফপির এই সাংবাদিক সংঘর্ষের সময় সাংবাদিকদের টার্গেট করার নিন্দা করেছেন। তিনি বলেছেন, 'আমি গাজায় আমার শৈশব কাটিয়ে এবং আমার ২৩ বছরের ফটো সাংবাদিকতায় সেখানে প্রতিটি যুদ্ধ, প্রতিটি সংঘাতের সাক্ষী হয়েছি। কিন্তু এই যুদ্ধ প্রথমদিন থেকেই মনে হয়েছে- এটি অন্য যে কোনো যুদ্ধের মতো নয়।' তিনি আরও বলেন, 'আমার সহকর্মী এবং আমাকে অবিশ্বাস্যভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে এবং কারও কোনো সুরক্ষা নেই এখানে।' তথ্যসূত্র : ডেইলি সাবাহ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে