জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে দুইদিনব্যাপী হেলথ ক্যাম্প শুরু হয়েছে। বুধবার (১৪ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন।
আয়োজকরা জানান, ইম্প্যাক্ট থ্রো অ্যাকশন (আইটিএ)- এর আয়োজনে দুই দিনব্যাপী এই হেলথ ক্যাম্প চলবে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা চিকিৎসা সহায়তা নিতে পারবেন। এই ক্যাম্পের আওতায় গাইনি, হৃদ্রোগ ও বক্ষব্যাধি, নাক, কান, গলা ও চক্ষু, নিউরো মেডিসিন ও স্নায়ুরোগ, পরিপাকতন্ত্র, লিভার ও কিডনি রোগ, রক্তরোগ, হরমোন, চর্ম ও ডায়াবেটিস, বাত-ব্যথা ও প্যারালাইসিস, মুখ ও দন্তরোগ, ফিজিওথেরাপির ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। পাশাপাশি আদর্শ ওজন ক্যালকুলেশন (বিএমআই); প্রস্রাব পরীক্ষা, চোখ, ইসিজি পরীক্ষা, চেস্ট, অক্সিমিটার, আলট্রাসনোগ্রাফি টেস্টও করা যাবে। এছাড়া দুই দিনব্যাপী এই ক্যাম্পে ১০০ জন স্বেচ্ছাসেবককে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ট্রেনিং দেয়া হবে বলে জানিয়েছে আয়োজকবৃন্দ।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন আয়োজন প্রশংসনীয়। শিক্ষার্থীরা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবে ও মূল্যবান এই সুযোগ গ্রহণ করবে বলে প্রত্যাশা করছি।
অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, দুই দিনব্যাপী হেলথ চেকআপ অনুষ্ঠানে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ সরবরাহ থাকবে। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার আগেই সচেতন হয়ে সুস্থ থাকতে পারে এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ যেন করতে পারে।