বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

সুদানে গৃহযুদ্ধে নিহত ২০ হাজারের বেশি

যাযাদি ডেস্ক
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সুদানে গৃহযুদ্ধে নিহত ২০ হাজারের বেশি

আফ্রিকার দেশ সুদানে ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে ভয়াবহ সংঘাত চলছে সামরিক বাহিনী এসএএফ ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে। চলমান এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডাবিস্নউএইচও)।

ডাবিস্নউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসাস গত রোববার (৮ সেপ্টেম্বর) সুদানে তার দুই দিনের সফরের শেষদিনে প্রেস ব্রিফিং করেন। এ সময় তিনি বলেন, সুদানে গৃহযুদ্ধের কারণে এক কোটির বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচু্যত হয়েছেন। এ ছাড়া প্রতিবেশী দেশগুলোয় ২০ লাখের বেশি সুদানি আশ্রয় নিয়েছেন।

তিনি আরও জানান, সুদানের দুই কোটি ৫০ লাখ জনসংখ্যার প্রায় অর্ধেকের জন্য জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। কারণ এখানকার ৭০ শতাংশ হাসপাতাল অকার্যকর অবস্থায় রয়েছে।

ডাবিস্নউএইচও প্রধান সুদানের মানবিক পরিস্থিতি নিয়ে বিশ্ববাসীকে সচেতন হওয়ার পাশাপাশি ভয়াবহ এই পরিস্থিতি থেকে দেশটিকে বেরিয়ে আসতে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে