সিরিয়ায় বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৭ জন। গত রোববার রাতে মধ্য সিরিয়ার বেশ কয়েকটি সামরিক স্থাপনায় এসব হামলা হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সানা' জানিয়েছে, গত রোববার রাতে হামা প্রদেশের মাসিয়াফের আশপাশে হওয়া এ হামলায় আরও ৩৭ জন আহত হয়েছেন।
অবশ্য যুক্তরাজ্য-ভিত্তিক একটি পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে, ইসরাইলি এই হামলায় ২৬ জন নিহত হয়েছেন এবং হামলার শিকার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে মাসিয়াফের কাছে অবস্থিত একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রও রয়েছে, যা মূলত অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতো। তথ্যসূত্র : বিবিসি