শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

পাকিস্তানে বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিক্ষোভের ডাক

যাযাদি ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
পাকিস্তানে বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিক্ষোভের ডাক

পাকিস্তানে বিচার বিভাগের স্বাধীনতার জন্য দেশব্যাপী বিক্ষোভের নতুন ডাক দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। মঙ্গলবার (১ অক্টোবর) পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের নামে প্রচারিত এক ঘোষণায় বলা হয়েছে, আগামী ৪ অক্টোবর ইসলামাবাদের ডি-চকে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। অথচ ইসলামাবাদে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তথ্যসূত্র : ডন

পিটিআই কর্মীদের বিরুদ্ধে অভিযান বন্ধ না হলে ফেডারেল সরকার এবং অন্য প্রতিষ্ঠানকে গুরুতর পরিণতির সম্মুখীন হতে হবে। সোমবার খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুরের এমন হুমকির পরদিন এই পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

পিটিআই প্রতিষ্ঠাতার ঘোষণার অনুযায়ী আজ (বুধবার) মিয়ানওয়ালি, ফয়সালাবাদ এবং বাহাওয়ালপুরে বিক্ষোভ করবে দলটি। ৫ অক্টোবর লাহোরের মিনার-ই-পাকিস্তানেও একই ধরনের একটি বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে