আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের ঘটনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ভক্তরা বেজায় খুশি। তাদের এই খুশির কারণ হচ্ছে, সমর্থকরা মনে করছেন- ট্রাম্পের কল্যাণে ইমরানের কারামুক্তি সহজ হতে পারে। কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, 'সদ্য নির্বাচিত ট্রাম্প ইমরান খানকে মুক্তির জন্য কোনো পদক্ষেপ নেবেন বলে আমরা মনে করি না।'
বুধবার (৬ নভেম্বর) দেশটির স্থানীয় গণমাধ্যম 'জিও নিউজ'কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন নির্বাচন নিয়ে আলাপ করার সময় এই মন্তব্য করেন তিনি।
খাজা আসিফ বলেন, 'আমরা ১৫-২০ দিন অপেক্ষা করে দেখব- তিনি কী অবস্থান নেন।
ট্রাম্পের জয়লাভের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাকে অভিনন্দন জানিয়েছেন বলে জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ট্রাম্প পাকিস্তান-আমেরিকা সম্পর্কের জন্য ভালো কাজ করবেন, যা গণতন্ত্র এবং মানবাধিকারের পারস্পরিক সম্মানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, তার দল আশা করে, ট্রাম্প বিশ্বব্যাপী শান্তি, মানবাধিকার এবং গণতন্ত্রের পক্ষে কাজ করবেন।
ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার সময় দুই দেশের সম্পর্ক তুলনামূলকভাবে ভালো ছিল। তথ্যসূত্র : জিও নিউজ