মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বেলাবোতে স্কুলছাত্রী ধর্ষনচেষ্টার অভিযোগ যুবক গ্রেপ্তার

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
  ১২ মে ২০২৫, ১৭:৪১
বেলাবোতে স্কুলছাত্রী ধর্ষনচেষ্টার অভিযোগ যুবক গ্রেপ্তার
প্রতীকি ছবি

নরসিংদীর বেলাবোতে (১৩) বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কবির হোসেন(২৫)নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার চর বেলাবো টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্কুল ছাত্রী চর আমলাব মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গ্রেফতারকৃত কবির হোসেন একই এলাকার মৃত রজব আলি ভূইয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিববার(১০ মে) সকালে ওই স্কুল ছাত্রী সকালে বাড়ির পিছনে ওয়াশরুম যাওয়ার পরে অভিযোক্ত কবির হোসেন পিছন থেকে ঝাপরিয়ে ধরলে ডাক চিৎকার করলে ছেড়ে দেয়। পরে তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষ থানায় হাজির হয়ে লিখত অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, অভিযোক্ত কবির হোসেনকে আটক করেছি। তার বিরোদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৪( খ) ধারায় মামরা রুজু করা হয়েছে। যার মামলা নং ১১। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে