প্রায় এক দশকের মধ্যে ব্রাজিলের আমাজনে বার্ষিক বন উজাড়ের সর্বনিম্ন পরিমাণে অভিজ্ঞতা লাভ করেছে, বনের ক্ষতি মোকাবিলার প্রতিশ্রম্নতি অনুযায়ী, বুধবার প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা সরকার এই রিপোর্ট প্রকাশ করেছে।
দেশটির ন্যাশনাল ইন্সটিটিউট ফর স্পেস রিসার্চ (আইএনপিই)-এর প্রতিবেদন অনুসারে, আগস্ট ২০২৩ থেকে শুরু হওয়া এক বছর সময়কালে বন উজাড় ৩০.৬ শতাংশ কমেছে।
আইএনপিই পরিচালক বলেন, এই সময়ে ছয় হাজার ২৮৮ বর্গকিলোমিটার বন ধ্বংস করা হয়, যা গত ৯ বছরের মধ্যে সর্বনিম্ন।
দক্ষিণ আমেরিকার প্রায় ৪০ শতাংশজুড়ে থাকা আমাজন রেইনফরেস্ট গত শতাব্দীতে কৃষি এবং গবাদি পশুপালন, জ্বালানি কাঠ এবং খনির বিস্তার এবং শহুরে বিস্তৃতির কারণে তার প্রায় ২০ শতাংশ এলাকা বন উজাড়ের জন্য হারিয়েছে।
প্রেসিডেন্ট লুলা ২০৩০ সালের মধ্যে আমাজনের অবৈধ বন উজাড় বন্ধ করার প্রতিশ্রম্নতি দিয়েছেন।
তথ্যসূত্র : এএফপি