আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পর বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ট্রাম্পের জয়কে 'ন্যায্য' ও 'স্বচ্ছ' বলে আখ্যা দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রম্নতিও দিয়েছেন তিনি। বাইডেন বলেন, 'লড়াইয়ে হেরে গেছি। বিপর্যয় অনিবার্য, কিন্তু হাল ছেড়ে দেওয়া ক্ষমার অযোগ্য।' তথ্যসূত্র : ভয়েস অব আমেরিকা
দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বাইডেন ঘোষণা করেছেন- এক মেয়াদ বিরতির পর দ্বিতীয় দফায় চার বছরের মেয়াদে হোয়াইট হাউসের জন্য ট্রাম্পের জয় 'ন্যায্য' ও 'স্বচ্ছ' হয়েছে এবং আগামী বছরের ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে দেওয়া ভাষণে তিনি আমেরিকানদের 'উত্তাপ কমানোর' আহ্বান জানান এবং ট্রাম্পের বিস্ময়কর প্রত্যাবর্তনে উদ্বিগ্ন ডেমোক্রেটদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। বাইডেন বলেন, ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করেছেন এবং তিনি সেটি মেনে নিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'জনগণের ইচ্ছা সবসময়ই জয়ী হয়। যেমনটি আমি অনেকবার বলেছি, আপনি যখন জিতবেন, শুধু তখনই দেশকে ভালোবাসবেন তা হয় না। এবং শুধু একমত হলেই আপনি আপনার প্রতিবেশীকে ভালোবাসবেন- তাও হয় না।'
বাইডেন আরও বলেন, 'আমরা এই লড়াইয়ে হেরে গেছি। বিপর্যয় অনিবার্য, কিন্তু হাল ছেড়ে দেওয়া ক্ষমার অযোগ্য। আমরা ঠিক হয়ে যাচ্ছি, তবে আমাদের ব্যস্ত থাকতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে। আর সর্বোপরি আমাদের বিশ্বাস ধরে রাখতে হবে।'
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন তার একক মেয়াদের এই ক্ষমতায় থাকাকে 'ঐতিহাসিক প্রেসিডেন্সি' হিসেবে উলেস্নখ করেছেন, যা আগামীতে বছরের পর বছর 'মানুষের জীবন পরিবর্তন' করবে। বিশেষ করে দেশজুড়ে অবকাঠামোগত উন্নতির বিষয়টি উলেস্নখ করেছেন তিনি। প্রসঙ্গত, ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করে ক্ষমতায় গিয়েছিলেন বাইডেন।
বৃহস্পতিবার রোজ গার্ডেনে সাত মিনিটের ভাষণে তিনি বলেন, তিনি তার রিপাবলিকান রাজনৈতিক প্রতিদ্বন্দ্ব এবং এখন তার উত্তরসূরি (ডোনাল্ড ট্রাম্পের কাছে) 'বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি' তুলে দিতে চলেছেন। ট্রাম্পের অভিষেক হবে ২০ জানুয়ারি। তার শপথ অনুষ্ঠানের আগ পর্যন্ত জো বাইডেনই ক্ষমতায় থাকবেন। এ মুহূর্তে ট্রাম্প তার মন্ত্রিসভার জন্য সম্ভাব্য সদস্য ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বাছাইয়ের প্রস্তুতি নিতে ব্যস্ত।