সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
দেরিতে হলেও অভিনন্দন

ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত পুতিন

'ইউক্রেন নিয়ে ট্রাম্পের মন্তব্য ও সম্পর্ক পুনরুদ্ধার নিয়ে বক্তব্য গুরুত্ব দেওয়ার মতো' নিকট ভবিষ্যতেই পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
যাযাদি ডেস্ক
  ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে দেরিতে হলেও অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী সোচি শহরে এক সমাবেশে বক্তৃতার সময় প্রথমবারের মতো প্রকাশ্যে ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি। এ সময় নির্বাচনী প্রচারণায় এক বন্দুকধারীর হাতে হত্যাপ্রচেষ্টার শিকার হওয়ার সময় তার সাহসিকতার প্রশংসা করেন পুতিন। নবনির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্টের সঙ্গে রাশিয়া সংলাপের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। তথ্যসূত্র : রয়টার্স, আরটি

এর আগে গত বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, ট্রাম্পকে তার কর্মের ওপর মূল্যায়ন করবে রাশিয়া এবং প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের তাকে অভিনন্দন জানানোর কোনো পরিকল্পনা নেই। তবে এর একদিন পরই ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন।

গত জুলাই মাসে আমেরিকার পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলা হয়। এ সময় তিনি গুলিতে আহত হন। ওই ঘটনায় ট্রাম্পের প্রশংসা করে তাকে 'সত্যিকারের পুরুষ' বলে অভিহিত করেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, 'আমার মতে, তিনি অত্যন্ত সঠিক উপায়ে, সাহসের সঙ্গে একজন সত্যিকারের পুরুষের মতো আচরণ করেছিলেন। এই সুযোগে আমি তাকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানাই।' পুতিন বলেন, 'মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ইউক্রেন নিয়ে ট্রাম্পের মন্তব্য ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার নিয়ে তার বক্তব্য গুরুত্ব দেওয়ার মতো।'

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি ফেরাবেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে দীর্ঘসময় ধরে চলা যুদ্ধ তিনি কীভাবে বন্ধ করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি। এর আগে বিজয়ী ভাষণে ট্রাম্প বলেছিলেন, 'আমি একটি সাধারণ নীতি অনুসরণ করে দেশ পরিচালনা করব, প্রতিশ্রম্নতি দেওয়া হয়েছে, প্রতিশ্রম্নতি রক্ষা করা হয়েছে। আগামীতেও আমরা আমাদের প্রতিশ্রম্নতি রক্ষা করব।'

ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত বিষয়ে ৭২ বছর বয়সি পুতিনকে প্রশ্ন করা হলে তিনি বেশ সতর্কতার সঙ্গে জবাব দেন, 'আমি জানি না আসলে এখন কী হচ্ছে। এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।' তিনি বলেন, 'ইউক্রেন সংকটের অবসান ঘটাতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের ইচ্ছা নিয়ে যা বলা হয়েছিল, আমার মতে এটি অন্তত মনোযোগের দাবি রাখে।' ট্রাম্প যদি একটি সংলাপের আহ্বান জানান, তবে পুতিন কী করবেন, জানতে চাওয়া হলে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন চাইলে তিনি পুনরায় সংলাপ শুরু করতে এবং ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

পুতিনের সঙ্গে কথা বলবেন, জানালেন ট্রাম্প

এদিকে, আমেরিকায় সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম 'এনবিসি নিউজ'কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নিকট ভবিষ্যতেই কথা হতে পারে তাদের মধ্যে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'আমার মনে হয়, আমরা কথা বলব এবং নিকট ভবিষ্যতেই এটা ঘটবে।'

গত মঙ্গলবার ভোটগ্রহণের পর বুধবারই নিশ্চিত হয়ে যায়, আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ভোটের ফল প্রকাশের পর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা শুভেচ্ছা জানানো শুরু করেন ট্রাম্পকে। এখন পর্যন্ত ৭০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান ট্রাম্পকে টেলিফোনে বা লিখিতভাবে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। কিন্তু সেই দলে পুতিন ছিলেন না।

পুতিন ও ট্রাম্পের পরস্পরের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব আন্তর্জাতিক রাজনীতিতে সর্বজনবিদিত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে অর্থ সহায়তা পাঠানোর কট্টর বিরোধী ট্রাম্প। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাধার পর ট্রাম্প বেশ কয়েক বার বলেছেন যে তিনি ক্ষমতায় গেলে ইউক্রেনকে অর্থ-সহায়তা পাঠানো বন্ধ করে দেবেন।

অন্যদিকে, গত মাসে মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ড এক প্রতিবেদনে দাবি করেছেন, ২০২১ সালের ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়ার পর থেকে এ পর্যন্ত গোপনে অন্তত সাত বার পুতিনের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। সাক্ষাৎকারে তাকে এ বিষয়েও প্রশ্ন করেছিল এনবিসি।

জবাবে ট্রাম্প বলেন, 'আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না, তবে আমি আপনাকে বলব যে, যদি আমি (ফোন) করেও থাকি, তাহলে তা নিশ্চিতভাবেই একটি স্মার্ট কাজ। আমি যদি মানুষের প্রতি বন্ধুত্বপূর্ণ হই, তাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারি, সেটি অবশ্যই ভালো দিক; এতে খারাপ কিছু নেই। তার (পুতিন) কাছে অন্তত দুই হাজার পরমাণু অস্ত্র রয়েছে, আমাদের পরমাণু অস্ত্রের সংখ্যাও প্রায় তেমনই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে