সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ট্রাম্পের বিজয়ে উদ্বেগ বোধ জাতিসংঘের

যাযাদি ডেস্ক
  ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
ট্রাম্পের বিজয়ে উদ্বেগ বোধ জাতিসংঘের

আমেরিকার সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে উদ্বেগ বোধ করছে জাতিসংঘ। এ উদ্বেগের প্রধান কারণ ট্রাম্পের প্রথম মেয়াদের শাসনামলে বিশ্বের বৃহত্তম এই সংস্থাটির প্রতি তার ও তার নেতৃত্বাধীন প্রশাসনের অসহযোগিতাপূর্ণ মনোভাব। তথ্যসূত্র : রয়টার্স

জাতিসংঘের একজন এশীয় কূটনীতিবিদ ব্যাপারটি স্বীকার করে বলেছেন, 'অতীত রেকর্ড যদি পুনর্বিবেচনা করা হয়, তাহলে অবশ্যই আমেরিকার সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের ফলে জাতিসংঘের উদ্বেগের যথেষ্ট অবকাশ রয়েছে। তবে আমাদের প্রত্যাশা, এই মেয়াদে এমনটা ঘটবে না। আমরা আরও প্রত্যাশা করছি, নতুন মার্কিন প্রেসিডেন্ট এবং তার নেতৃত্বাধীন প্রশাসন এটি উপলব্ধি করতে সক্ষম হবে যে, পৃথিবীতে জাতিসংঘের চেয়ে বড় এবং শ্রেয়তর আর কোনো বৈশ্বিক মঞ্চ নেই।'

উলেস্নখ্য, জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩টি। বৈশ্বিক এ সংস্থাটি চলে মূলত সদস্য রাষ্ট্রগুলোর চাঁদার ভিত্তিতে। জাতিসংঘের বৃহত্তম দাতা আমেরিকা এবং দ্বিতীয় শীর্ষ দাতা চীন। উভয় রাষ্ট্র জাতিসংঘের মূল বাজেটের ২২ শতাংশ এবং শান্তিরক্ষা মিশনের ২৭ শতাংশ সরবরাহ করে।

এর আগে প্রেসিডেন্ট থাকাকালীন জাতিসংঘে আমেরিকার চাঁদার পরিমাণ এক-তৃতীয়াংশ হ্রাস করেছিলেন ট্রাম্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে