'এক দেশ, এক ভোট' নীতি কার্যকর করার পথে আরও এক ধাপ এগোল ভারতের কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবুজ সংকেত দেওয়া হয়েছে এই নীতিতে। অর্থাৎ, এই প্রস্তাব পাস হয়েছে। পার্লামেন্টের চলতি শীতকালীন অধিবেশনেই এ বিষয়ে বিল পেশ করতে পারে মোদির সরকার। তথ্যসূত্র : এবিপি নিউজ
গত বুধবারও এ বিষয়ে কথা বলেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তিনি বলেছেন, ঘন ঘন নির্বাচন হওয়ার কারণে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে।
'এক দেশ, এক ভোট' ব্যবস্থা চালু করার বিষয়ে বিজেপি অনেক দিন ধরেই আগ্রহী। লোকসভা ভোটের আগে বিজেপির নির্বাচনী ইশতেহারেও এ বিষয়ে জোর দেওয়া হয়। এই নিয়ম কার্যকর হলে সারা ভারতে একসঙ্গে লোকসভা, বিধানসভা নির্বাচনের আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন।
এই ব্যবস্থা চালুর ব্যাপারে মোদি সরকারের যুক্তি, এটি চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বড় অঙ্কের খরচ হয়, তা কমে যাবে। ভোটের আদর্শ আচরণবিধির জন্য বারবার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না এবং এর সঙ্গে সরকারি কর্মীদের ওপর থেকেও ভোটার তালিকা তৈরি ও ভোট-সংক্রান্ত নানা কাজকর্মের চাপ কমবে।