শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
বিপক্ষে আমেরিকা-ইসরায়েল

গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাস সাধারণ পরিষদে

যাযাদি ডেস্ক
  ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাস সাধারণ পরিষদে

ফিলিস্তিনের গাজায় নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। ইউএনআরডবিস্নউএর সমর্থনেও আলাদা প্রস্তাব পাস হয়েছে। ইসরায়েল আইন করে এই সংগঠনকে তাদের দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে। বুধবার সাধারণ পরিষদে পাস হওয়া ওই প্রস্তাবে বলা হয়েছে, গাজা ভূখন্ডে অবিলম্বে নিঃশর্তে স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। কর্মকর্তাদের মতে, গত এক বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের ফলে গাজায় ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেন। তথ্যসূত্র : এএফপি, রয়টার্স, আল-জাজিরা

এই ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৫৮টি দেশ। বিপক্ষে ভোট পড়ে ৯টি। যার মধ্যে রয়েছে আমেরিকা ও ইসরায়েল। আর ১৩টি দেশ ভোটদান থেকে বিরত ছিল। প্রস্তাবে বলা হয়েছে, অবিলম্বে নিঃশর্তে, স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। বন্দিদের নিঃশর্তে মুক্তি দিতে হবে।

এদিন সাধারণ পরিষদে আরেকটি প্রস্তাব অনুমোদিত হয়। সেখানে ফিলিস্তিনি উদ্বাস্তুদের নিয়ে জাতিসংঘের সংগঠন ইউএনআরডবিস্নউএ নিয়ে এই প্রস্তাবের পক্ষে ১৫৯টি দেশ ভোট দেয়, ইসরায়েল, আমেরিকাসহ সাতটি দেশ এর বিরুদ্ধে ভোট দেয়। ১১টি দেশ ভোটদানে বিরত ছিল। প্রস্তাবে ইউএনআরডবিস্নউএ নিয়ে ইসরায়েলের আইনের নিন্দা করা হয়েছে। বলা হয়েছে, ইসরায়েল যেন ইউএনআরডাবিস্নউএ-কে যথাযোগ্য মর্যাদা দেয় এবং তাদের কাজে যেন কোনো বাধা না দেয়।

এই প্রস্তাব পাস করার আগে জাতিসংঘের সদস্য দেশগুলোর অনেকেই তাদের ভাষণে ফিলিস্তিনকে সমর্থন জানায়। জাতিসংঘে ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর বলেন, গাজা এখন যন্ত্রণার ক্ষতচিহ্ন হয়ে আছে। সেস্নাভেনিয়ার দূত বলেছেন, 'গাজা আর নেই। তা ধ্বংস করা হয়েছে'। আলজেরিয়ার ডেপুটি দূত বলেছেন, ফিলিস্তিনের দুরবস্থা নিয়ে চুপ করে থাকার জন্য বড় মূল্য দিতে হবে।

অবশ্য এই প্রস্তাবকে প্রতীকী মনোভাব বলে মনে করা হচ্ছে, কারণ ইসরায়েল ও আমেরিকা তা খরিজ করে দিয়েছে। আর এই প্রস্তাব মানার কোনো আইনি বাধ্যবাধকতাও ইসরায়েলের ওপর নেই। তবে রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে এর একটা চাপ আছে। কারণ, এতগুলো দেশ যখন কোনো প্রস্তাবে সায় দেয়, তখন তাকে গেস্নাবাল ওপিনিয়নের প্রকাশ বলে মনে করা হয়।

আমেরিকার বক্তব্য ছিল, গাজায় বন্দিদের মুক্ত করার শর্তে যুদ্ধবিরতি হতে পারে। না হলে হামাস ওই বন্দিদের মুক্তি দেবে না। আমেরিকার ডেপুটি দূত রবার্ট উড বলেছেন, প্রস্তাবের ভাষা ভুল ও লজ্জাজনক।

ইসরায়েলি হামলায় ৩৫ জন নিহত

এদিকে, গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, জাতিসংঘ সাধারণ পরিষদ বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখন্ডে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানোর কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় বেশ কজন শিশুসহ ২১ জন নিহত হয়েছেন। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ইসরায়েলি যুদ্ধবিমান নুসেইরাত শরণার্থী শিবির ও গাজা নগরীর কাছে দুটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায়। বাসাল বলেন, নুসেইরাতের কাছে বাস্তুচু্যতদের আশ্রয় নেওয়া একটি ভবনে ইসরাইলি বোমা হামলায় কমপক্ষে ছয় শিশুসহ ১৫ জন নিহত এবং ১৭ জনের বেশি আহত হন।

দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পরিপ্রেক্ষিতে যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে ১৪ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪৪ হাজার ৮০৫ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে