শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
যুদ্ধবিরতি চুক্তি

লেবানন থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার ইসরায়েলের

যাযাদি ডেস্ক
  ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
লেবানন থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার ইসরায়েলের

গত মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে বৃহস্পতিবার লেবানন থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। চুক্তি অনুসারে ইসরায়েলি সেনাদের ৬০ দিনের মধ্যে ইসরায়েল-লেবানন সীমান্তের দক্ষিণ থেকে প্রত্যাহার এবং হিজবুলস্নাহ যোদ্ধাদের লিতানি নদীর উত্তর থেকে সরে যেতে বলা হয়েছে। একজন শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা প্রথম দফার এই সেনা প্রত্যাহার পর্যবেক্ষণের জন্য বুধবার বৈরুত সফর করেছেন। তথ্যসূত্র : এএফপি

ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলস্নাহর মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতির পর্যবেক্ষক হিসেবে কাজ করে আমেরিকা ও ফ্রান্স। এক বছরের বেশি সময় যুদ্ধের পর স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ইসরায়েলি সেনাদের পর্যায়ক্রমে প্রত্যাহারের আহ্বান জানানো হয়। চুক্তির অধীনে হিজবুলস্নাহ যোদ্ধারা দক্ষিণ লেবাননে তাদের অবস্থান ছেড়ে লিতানি নদীর উত্তরে চলে যাবে। নদীটি ইসরায়েলের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে বয়ে গেছে।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সেন্টকম এক বিবৃতিতে বলেছে, কমান্ডের নেতা জেনারেল এরিক কুরিলা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননের আল-খিয়ামে চলমান প্রথম ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী প্রত্যাহার এবং লেবাননের সশস্ত্র বাহিনী প্রতিস্থাপনের সময় বাস্তবায়ন ও পর্যবেক্ষণ সদর দপ্তরে উপস্থিত ছিলেন। কুরিলস্নাকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে, শত্রম্নতার স্থায়ী অবসান বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ এবং অব্যাহত অগ্রগতির ভিত্তি।

যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে কয়েক সপ্তাহে ইসরায়েল এবং হিজবুলস্নাহ গুলি বিনিময় করেছে। তবে ইসরায়েলের সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে বিস্তৃত যুদ্ধবিরতি এখন শুরু হয়েছে বলে মনে হচ্ছে।

বুধবার এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, দক্ষিণ লেবাননের শহর আল-খিয়ামে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার হয়েছে এবং ফাঁকা এলাকায় নিয়মিত লেবানিজ সেনা মোতায়েন হয়েছে। ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, খিয়াম ও মারজায়ুন এলাকায় নতুন করে লেবানিজ সেনা মোতায়েন যুদ্ধবিরতির সিদ্ধান্ত বাস্তবায়নে একটি মৌলিক পদক্ষেপের প্রতিনিধিত্ব করে। মিকাতি এক্স-এর এক পোস্টে বলেছেন, 'দক্ষিণ লেবাননে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য আমরা লেবাননের সেনাবাহিনীর প্রচেষ্টাকে অভিনন্দন জানাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে