ভয়েস অব আমেরিকার পরিচালক হিসেবে রাজনীতিক ও অ্যারিজোনার সাবেক সাংবাদিক ক্যারি লেককে
বেছে নেওয়ার ঘোষণা দিয়েছেন
ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট 'ট্রুথ সোশ্যাল'-এ আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট গত বুধবার এ ঘোষণা দিয়েছেন। তিনি লেখেন, 'আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ক্যারি লেক আমাদের ভয়েস অব আমেরিকার পরবর্তী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি আমাদের ইউএস এজেন্সি ফর গেস্নাবাল মিডিয়ার নতুন প্রধানের সঙ্গে কাজ করবেন। নতুন প্রধান কে হবেন, তার নাম আমি শিগগিরই
ঘোষণা করব।'
গত নভেম্বরের নির্বাচনে ক্যারি লেকও অংশ নিয়েছিলেন। তবে অ্যারিজোনা থেকে সিনেটের আসনে জয়ী হতে পারেননি তিনি।
ক্যারিকে মনোনীত করার বিষয়ে ট্রাম্প লিখেছেন, অ্যারিজোনার সবার প্রিয় সংবাদ উপস্থাপক ক্যারি গত ২০
বছর ধরে সবসময় ব্যাপক সমর্থন জুগিয়েছেন।
মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত ভয়েস অব আমেরিকার প্রধান হিসেবে ক্যারি লেককে ট্রাম্পের পছন্দ করার কারণ, তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী হিসেবে পরিচিতি। এক সময় 'ফক্স নিউজে' নিয়মিত উপস্থাপনাও করেছেন তিনি।
অ্যারিজোনার গভর্নর পদে লড়তে ২০২১ সালে সাংবাদিকতায় ইতি টানেন ক্যারি। এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে ২৭ বছর কাজ করেন তিনি। তথ্যসূত্র : রয়টার্স