রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সিরিয়ার সীমান্ত থেকে সেনা সরাবে না ইসরায়েলের

যাযাদি ডেস্ক
  ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সিরিয়ার সীমান্ত থেকে সেনা সরাবে না ইসরায়েলের

সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের পতনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইসরায়েলি সেনারা গোলান মালভূমির বাফার জোন দখল করে নিয়েছে। এ নিয়ে বৈশ্বিক সমালোচনার মুখে পড়েছে তারা। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা সেখান থেকে সরবেন না এবং আপাতত সেখানেই থাকবেন। তথ্যসূত্র : ভয়েস অব আমেরিকা

বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভানের সঙ্গে জেরুজালেমে এক বৈঠকের পর নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, গোলান উপত্যকার পাশের বাফার জোনে ইসরায়েলি সেনারা ততদিন থাকবে, যতদিন না সিরিয়ার দিকের কোনো বাহিনী ইসরায়েলিদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছে।

অবশ্য মধ্যপ্রাচ্যের প্রতিবেশী এই দেশ ও ইসরায়েলের মধ্যে ১৯৭৪ সালে হস্তক্ষেপ না করার চুক্তি লঙ্ঘনের জন্য জাতিসংঘ, ফ্রান্স এবং অন্যান্য দেশ ইসরায়েলকে অভিযুক্ত করেছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, এই পদক্ষেপ সাময়িক।

এদিকে, সিরিয়ার জাবাল আশ-শেইখ তথা মাউন্ট হারমন পাহাড়ের কৌশলগত চূড়া দখলে রাখতে সেনাবাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বাশার সরকারের পতনের সুযোগকে কাজে লাগিয়ে ৫১ বছর পর এই চূড়ার দখল নেয় ইসরায়েলি বাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে