রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

দন্ড মওকুফ ও কমানোর রেকর্ড বাইডেনের

যাযাদি ডেস্ক
  ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
দন্ড মওকুফ ও কমানোর রেকর্ড বাইডেনের

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা ছেড়ে যাওয়ার আগে সময় আছে আর মাত্র এক মাসের কিছু বেশি সময়। এই সময়ে এসে তিনি অনেক অপরাধীর সাজা মওকুফ করছেন।

এর মধ্যে একদিনেই অহিংস অপরাধে দোষী সাব্যস্ত ৩৯ জনের সাজা মওকুফ করে দিয়েছেন তিনি। এছাড়া দীর্ঘমেয়াদে সাজাপ্রাপ্ত আরও প্রায় এক হাজার ৫০০ জনের সাজার মেয়াদ কমিয়ে

দিয়েছেন বিদায়ী এই প্রেসিডেন্ট।

এটি একটি রেকর্ড।

প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, অহিংস অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়া ৩৯ জনকে ক্ষমা এবং আরও প্রায় এক হাজার ৫০০ জনের সাজা তিনি কমিয়ে দিয়েছেন, যারা দীর্ঘমেয়াদে কারাদন্ড ভোগ করছিলেন।

বিদায়ী এই প্রেসিডেন্ট নিজের সন্তান হান্টার বাইডেনকে নিঃশর্ত ক্ষমা ঘোষণা করার এক সপ্তাহের বেশি সময় পর এই পদক্ষেপ নিলেন। গত জুনে হান্টার বন্দুক রাখা এবং আয়কর ফাঁকি দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। আর একদিনে এতজনের সাজা মওকুফ করার ঘটনা আমেরিকার ইতিহাসে কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য

এটাই প্রথম।

বাইডেন বলেছেন, যে লোকদের তিনি ক্ষমা করেছেন, তারা আজকের আইন, নীতি এবং অনুশীলনের অধীনে অভিযুক্ত হলে ছোট সাজা পেতেন।

যাদের ক্ষমা করা হয়েছে, তাদের মধ্যে একটি বড় অংশকে কোভিড-১৯ মহামারি চলাকালীন গৃহবন্দি করে রাখা হয়েছিল। এছাড়া ৩৯ জন মারিজুয়ানা মাদক গ্রহণের মতো অহিংস অপরাধের দায়ে সাজা ভোগ করছিলেন।

প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টারকে ক্ষমা করার দুই সপ্তাহেরও কম সময় আগে ক্ষমা ও দন্ড কমানোর এই ঘোষণা দেওয়া হয়েছে।

সেই সময় বাইডেনের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিলেন রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় দলের নেতারাই। কারণ, বাইডেন বরাবরই বলেছিলেন, তিনি তার

ছেলেকে ক্ষমা করবেন না। কিন্তু শেষ পর্যন্ত প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা

আইন প্রয়োগ করে তিনি হান্টারকে

ক্ষমা করেন।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, বাইডেনের এই ঘোষণায় পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া ব্যক্তিদের পুনর্মিলন ঘটানো, সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বাড়ানো এবং বিচ্ছিন্ন থাকা ব্যক্তিদের তাদের পরিবারে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রম্নতিরই প্রতিনিধিত্ব করে। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে