রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

তামিলনাড়ুতে হাসপাতালে আগুন, শিশুসহ নিহত ৭

যাযাদি ডেস্ক
  ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
তামিলনাড়ুতে হাসপাতালে আগুন, শিশুসহ নিহত ৭

ভারতের তামিলনাড়ুতে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ আগুন লাগে। অগ্নিকান্ডে শিশুসহ কমপক্ষে সাতজনের মৃতু্য হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই অগ্নিকান্ড শর্টসার্কিটের কারণে হয়ে থাকতে পারে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ, চিকিৎসকরাও কাজ করেছেন। করেছেন হাসপাতাল থেকে অসুস্থ রোগীদের উদ্ধারের কাজও।

অগ্নিকান্ডে নিহত সাতজনের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ ও তিন নারী এবং শিশু। আর এ ঘটনায় গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি

করা হয়েছে।

উলেস্নখ্য, কয়েকদিন আগেও ভারতে ইএসআই হাসপাতালে অগ্নিকান্ড ঘটে। তারও আগে ২০১৮ সালে একই হাসপাতালের মেডিসিন স্টোর রুমে আগুন লেগেছিল। এবার তামিলনাড়ুর হাসপাতালে ফিরল আগুন আতঙ্ক। তথ্যসূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে