যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যু পর তার সম্মানে দেশের পতাকা ৩০ দিন অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ৩০ দিনের মধ্যেই পড়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিষেক। আর সেই বিশেষ দিনটিতেই কার্টারের সম্মানে পতাকা এমন অর্ধনমিত থাকাটা মেনে নিতে পারছেন না ট্রাম্প। তিনি এরই মধ্যে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন। আগামী ৯ জানুয়ারিতে কার্টারের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সেদিনের ওই অনুষ্ঠানে ট্রাম্প অংশ নেবেন বলে জানিয়েছেন। তবে তিনি তার অভিষেকের দিনটিতে শোকের প্রতীক হিসাবে যুক্তরাষ্ট্রের পতাকা অর্ধনমিত থাকার বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
অভিযোগ করে শুক্রবার ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি লেখেন, 'ভাবি একজন প্রেসিডেন্টের অভিষেকের সময় প্রথমবারের মতো পতাকা এমন অবস্থানে থাকবে। এটি কেউই দেখতে চায় না। কোনও আমেরিকানই এতে খুশি হতে পারে না।'
ট্রাম্প তার অভিষেক নিয়ে ডেমোক্র্যাটদের ঐকান্তিকতার অভাবেরও সমালোচনা করেন। তিনি বলেন, তার অভিষেকের দিন পতাকা অর্ধনমিত রাখাটাকে 'তারা (ডেমোক্র্যাটরা) খুব বিরাট একটা কিছু বলে মনে করছে। তারা এতে খুশিও। আসলে তারা দেশকে ভালবাসে না।