সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
  ০৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

যে কোন দিন পদত্যাগ করতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্যা গেস্নাবাল অ্যান্ড মেইল জানিয়েছে, কানাডার ক্ষমতাসীন দল লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। ট্রুডো ঠিক কবে পদত্যাগের ঘোষণা দিতে পারেন সে বিষয়ে কিছু জানা গেলেও ধারণা করা হচ্ছে, আগামীকাল বুধবার দলের জাতীয় সম্মেলনের আগেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন তিনি। আরও জানা গেছে, জাস্টিন ট্রুডো এরই মধ্যে তার অর্থমন্ত্রী ডমিনিক লেবস্নাঙ্ককে অন্তর্র্বতীকালীন নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন।

গেস্নাবাল অ্যান্ড মেইল জানিয়েছে, এ বিষয়ে সঙ্গে যোগাযোগ করা হলেও, কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়ের। নতুন নেতা বাছাইয়ের আগ পর্যন্ত জাস্টিন ট্রডো প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন কি না, সে বিষয়টিও এখনো পরিস্কার নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে