কিউবায় একটি অস্ত্রাগারে বিস্ফোরণের পর থেকে ১৩ সেনা নিখোঁজ রয়েছেন। অস্ত্রাগারটিতে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ ছিল। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ওই বিস্ফোরণে পূর্বাঞ্চলীয় হোলগিন প্রদেশের ছোট গ্রামীণ এলাকা মেলোনেসে কেঁপে ওঠে, রাতে জানায় কিউবার সশস্ত্র বাহিনী। মেলোনেস এলাকাটি রাজধানী হাভানা থেকে ৭২৪ কিলোমিটার দক্ষিণপূর্বে। একটি নির্মাণ এলাকায় লাগা আগুনের কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। কিউবার সামরিক বাহিনী জানিয়েছে, নিখোঁজ সেনাদের মধ্যে চারজন কর্মকর্তা ও নয়জন সৈন্য।
রয়টার্স জানায়, সামাজিক মাধ্যমে আসা ভিডিওগুলোতে মেলোনেসের কাছে ঘন এক সারি গাছের ওপর দিয়ে আগুনের শিখা ও কালো ধোঁয়ার কুন্ডুলি দেখা গেছে। দমকল কর্মীরা ও উদ্ধারকারী দলগুলো আগুন নেভাতে কাজে অংশ নেয়।