সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

গাজায় ইসরাইলি হামলায় পাঁচ শিশুসহ ৪৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
গাজায় ইসরাইলি হামলায় পাঁচ শিশুসহ ৪৯ জন নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে। মঙ্গলবার ভোর থেকে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গাজার স্থানীয় কর্তৃপক্ষ। এদিন উত্তর গাজার জেইতুন এলাকায় ইসরাইলি হামলায় পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হন। মধ্য গাজার দেইর এল-বালাহ শহরের একটি অ্যাপার্টমেন্টে বোমা বিস্ফোরণে নিহত হন একজন। এছাড়া বুরেইজ শরণার্থী শিবিরে চালানো আরেক হামলায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার আল-মাওয়াসি ক্যাম্পে তথাকথিত 'নিরাপদ অঞ্চলে' ইসরাইলের হামলায় পাঁচ শিশু প্রাণ হারিয়েছে। এই অঞ্চলে এত নিরাপত্তার প্রতিশ্রুতি সত্ত্বেও শিশুদের এভাবে প্রাণ হারানো মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে