সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ইউক্রেনের শহর দখলের দাবি রাশিয়ার

অন্তর্জাতিক ডেস্ক
  ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
ইউক্রেনের শহর দখলের দাবি রাশিয়ার

রাশিয়া দাবি করেছে যে, তাদের সেনারা পূর্ব ইউক্রেনের ডনেস্ক অঞ্চলের কুরাখোভে শহরটি দখল করেছে। সাম্প্রতিক মাসগুলোতে এই শহরটি রুশ অগ্রগতির মুখে চরম ক্ষতির শিকার হয়েছে এবং এটি পোকরোভস্কের গুরুত্বপূর্ণ সরবরাহকেন্দ্রের পথে একটি কৌশলগত অবস্থান। তবে ইউক্রেন এখনও কুরাখোভের পতন স্বীকার করেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার দাবি করেছে যে পোকরোভস্কের দক্ষিণে ৮ কিলোমিটার দূরে অবস্থিত দাচেনস্কে গ্রামটিও রুশ বাহিনীর দখলে এসেছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে তীব্র সংঘর্ষ চলছে, যেখানে ইউক্রেন রবিবার পাল্টা আক্রমণ শুরু করেছে। এর মধ্যেই কুরাখেভ শহর দখলের দাবি করলো রাশিয়া। শহরটি পোকরোভস্কের দক্ষিণে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে