বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২
যুক্তরাষ্ট্রে দাবানলে ৫ জনের মৃতু্য

আর্থিক ক্ষতি পাঁচ হাজার কোটি ডলার

ইতালি সফর বাতিল করলেন বাইডেন লক্ষাধিক মানুষ ঘরছাড়া বাদ যাননি হলিউড তারকারাও
আন্তর্জাতিক ডেস্ক
  ১০ জানুয়ারি ২০২৫, ০০:০০
আর্থিক ক্ষতি পাঁচ হাজার কোটি ডলার
পানি সংকটে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে বুধবার অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আগুনে শত শত বাড়ি ধ্বংস হয়ে গেছে, চরম চাপের মুখে পড়েছে অগ্নিনির্বাপণ ও পানি সরবরাহ ব্যবস্থা। পরিস্থিতি মোকাবিলায় এক লাখের বেশি মানুষকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অর্থিক ক্ষতির পরিমাণ পাঁচ হাজার কোটি ডলারের বেশি হতে পারে।

পাঁচটি দাবানলের মোকাবেলা করতে গিয়ে ব্যবহারযোগ্য সম্পদের ওপর চাপ পড়ছে এবং পানি সরবরাহ শেষ সীমায় গিয়ে ঠেকছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া নিয়ন্ত্রণহীন দাবানলে পুড়তে থাকায় প্রেসিডেন্ট জো বাইডেন তার আসন্ন ইতালি সফর বাতিল করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর জানায়, ইতালি সফরের বদলে প্রেসিডেন্ট বাইডেন ক্যালিফোর্নিয়ার দাবানলগুলোর বিষয়ে ফেডারেল কর্তৃপক্ষের পূর্ণ সাড়ার দিকটিতে মনোযোগ দিতে চান। ইতালিতে বাইডেনের এই সফরের ঘোষণা ডিসেম্বরেই ঘোষণা করেছিল হোয়াইট হাউজ। তখন তারা জানিয়েছিল, বাইডেন ৯ থেকে ১২ জানুয়ারি ইতালি সফর করবেন আর এ সময় তিনি পোপ ফ্রান্সিস, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলস্না এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। বুধবার সকালে বাইডেন ক্যালিফোর্নিয়া গিয়ে ওই এলাকায় ছড়িয়ে পড়া দাবানলের বিরুদ্ধে লড়াইরাত পুলিশ, দমকল ও জরুরি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং অঙ্গরাজ্যটিতে একটি 'বড় ধরনের বিপর্যয় চলছে', এমন ঘোষণার অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

হারিকেনের শক্তি নিয়ে বইতে থাকা জলীয়বাষ্পহীন বাতাসের তোড়ে আগুন আরও প্রবল হয়ে উঠছে। এসব দাবানল ঠেকানো ক্যালিফোর্নিয়ার দমকল ও জরুরি বিভাগের কর্মীদের জন্য অসম্ভব হয়ে উঠেছে। তাদের প্রচেষ্টা জোরদার করতে আশাপাশের ছয়টি অঙ্গরাজ্যের দমকল ও জরুরি বিভাগের কর্মীরা ক্যালিফোর্নিয়ার গিয়ে জড়ো হচ্ছেন।

পাঁচটি দাবানলের মধ্যে তিনটি পুরোপুরি বাধাহীনভাবে ছড়াচ্ছে। এদের একটি লস অ্যাঞ্জেলেসের হলিউড হিলস আবাসিক এলাকায়ও ছড়িয়েছে। এই এলাকায় হলিউডের অনেক চলচ্চিত্র তারকার বাড়ি আছে। দাবানলে প্যারিস হিলটনের মতো নামি তারকাও বাড়ি হারিয়েছেন বলে বিবিসি জানিয়েছে। এ পরিস্থিতিতে এক লাখ ৩৭ হাজারেরও বেশি বাসিন্দাকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানলের মোকাবেলা করতে গিয়ে ব্যবহারযোগ্য সম্পদের ওপর চাপ পড়ছে এবং পানি সরবরাহ শেষ সীমায় গিয়ে ঠেকছে বলে জানিয়েছে রয়টার্স। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে পাঁচটি পৃথক অগ্নিকান্ড চলছে। এর মধ্যে প্যাসিফিক পালিসেডস এলাকায় আগুনে ১৫ হাজার ৮৩২ একর জমি ধ্বংস হয়েছে। অন্যদিকে, সান গ্যাব্রিয়েল পর্বতমালার পাদদেশে ইটন দাবানলে পুড়েছে ১০ হাজার ৬০০ একর জমি। এই দাবানলটি এরই মধ্যে পাঁচজনের প্রাণ কেড়ে নিয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, ইটন দাবানলে নিহতদের মধ্যে কয়েকজনের মৃতু্য হয় দ্রম্নত ছড়িয়ে পড়া আগুনের কারণে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে