রাশিয়ার জ্বালানি খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গ্যাজপ্রোম নেফ্টকেও নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। হোয়াইট হাউজ ছাড়ার মাত্র কয়েকদিন আগে এই সিদ্ধান্ত নিলেন জো বাইডেন।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, ১৮০ টিরও বেশি জাহাজের পাশাপাশি রাশিয়ান তেল কোম্পানি গ্যাজপ্রোম নেফ্ট ও সারগুটনেফতেগাসকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মূলত জ্বালানি থেকে রাশিয়ার আয় কমাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
রুশ ওই দুই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্যও। বলা হয়েছে, জ্বালানির আয় থেকে ইউক্রেন যুদ্ধে সুবিধা পাচ্ছে রাশিয়া। এর আগে রাশিয়ার জ্বালানিখাতে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে এমন আশঙ্কায় বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। শুক্রবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ব্যারেল প্রতি ৪ শতাংশ বেড়ে ৮০ দশমিক ৩৮ ডলার হয়। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৪ দশমকি ৮ শতাংশ বেড়ে ৭৭ দশমিক ৪৭ ডলারে দাঁড়ায়। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আর মাত্র হাতে গোনা কয়েকদিন হোয়াইট হাউজে আছেন জো বাইডেন। তার সময়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন বাইডেন।
এদিকে রাশিয়ার ওপর নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপ করার ফলে রাশিয়ার ক্রুড সরবরাহের ক্ষেত্রে সংকট বাড়তে পারে। এমন আশঙ্কায় বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে উলেস্নখযোগ্য হারে। এদিন আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ব্যারেল প্রতি ৪ শতাংশ বেড়ে ৮০ দশমিক ৩৮ ডলার হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৪ দশমকি ৮ শতাংশ বেড়ে ৭৭ দশমিক ৪৭ ডলারে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আর মাত্র হাতে গোনা কয়েকদিন হোয়াইট হাউজে আছেন জো বাইডেন। তার সময়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন বাইডেন। অন্যদেক বাইডেনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আলোচিত-সমােলোচিত ডোনাল্ড ট্রাম্প। তিনি যুদ্ধ শেষ করার পক্ষে।
তাছাড়া প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ইউক্রেন ইসু্যতে বৈঠক অনুষ্ঠিত হবে। যার আয়োজন চলছে। এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। তবে কবে নাগাদ এই দুই বিশ্ব নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে তার কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। পাম বিচের মার-এ-লাগোতে রিপাবলিকান গর্ভনরদের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে।