বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

গাংনীতে জামাতার ছুরিকাঘাতে চাচা শশুর খুন

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
  ০৮ মে ২০২৫, ১১:৪১
আপডেট  : ০৮ মে ২০২৫, ১২:১১
গাংনীতে জামাতার ছুরিকাঘাতে চাচা শশুর খুন
ছবি: যায়যায়দিন

মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের জামাতা সবুজ আহম্মেদের ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা শশুর ইলিয়াস হোসেন (৪৭)। আজ বৃহস্পতিবার ভোরে ইলিয়াস হোসেনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন নিহতের ভাইয়ের ছেলে আব্দুল্লাহ (২৫)। তিনি মেহেরপুর জেনারেল হসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ইলিয়াস স্কুল পাড়ার মৃত নেকছার মন্ডলের ছেলে ও জামাতা সবুজ আহম্মেদ একই উপজেলার ষোলটাকা গ্রামের ময়নাল হোসেনের ছেলে।

পারিবারিক সুত্র জানায়, ভোর বেলায় বাড়ির সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় হঠাৎ বাড়িতে আসেন সবুজ আহম্মেদ। ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় চড়াও হয় স্ত্রীর উপর। শুরু হয় বাকবিতন্ডতা। এক পর্যায়ে তার কাছে থাকা ছুরি বের করে স্ত্রী সালমা খাতুনকে ছুরিকাঘাত করতে যায়।

সেখান থেকে পালিয়ে আসেন স্ত্রী। চিৎকার শুনে পাশের কক্ষ থেকে ছুটে আসেন চাচা ইলিয়াস হোসেন ও ভাতিজা আব্দুল্লাহ নিজেই। সবুজ হঠাৎ ঐ ধারালো ছুরি ইলিয়াসের পেটে ঢুকিয়ে দেয় ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এসময় চাচাকে রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতে জখম হন আব্দুল্লাহ।

তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ইলিয়াস ও আব্দুল্লাহকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আফরিন ইলিয়াসকে মৃত ঘোষণা করেন। আহত হওয়ায় আব্দুল্লাহকে ভর্তি করা হয় হাসপাতালে। এদিকে এলাকাবাসী সুবজকে ধরে আটকে রাখে একটি কক্ষে। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে সেনাবাহিনী ও পুলিশ। দুই ঘন্টা পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় সবুজকে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃসাদিয়া আফরিন জানান, হাসপাতালে আসার আগেই মারা গেছে ইলিয়াস। তাদের দু’জনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বাকিটা লাশের ময়নাতদন্তের পর জানা যাবে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত সবুজ আহম্মেদকে আটক করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে এ হত্যাকান্ড তা খতিয়ে দেখা হচ্ছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে