বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  ০৮ মে ২০২৫, ১১:৫৬
চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
ছবি: যায়যায়দিন

চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকা অভিমূখে সকল আন্তঃগর ট্রেন চালু এবং যমুনা রেলসেতু হতে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নতুন ডাবল রেললাইন স্থাপনসহ ৮ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৭ মে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক-সুজন। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে জেলা সুজনের নেতৃবৃন্দ।

জেলা সুজনের সদস্য আমিনুল ইসলাম আবিরের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন,সুজন- সুশাসনের নাগরিক চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি ও ট্রেন আন্দোলনের উদ্যোক্তা মো. জমশেদ আলী।

এ সময় সুজনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আসলাম কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা মোখলেসুর রহমান, সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, জেলা যুবদলের নেতা আব্দুর রহমান অনু, চিকিৎসক নেতা ডা. ইসমাইল হোসেন, ডা. মাহফুজুর রায়হান,সাংবাদিক মো:সেলিম রেজা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক বাবুল আখতার, প্রবীন হিতৌষী সংঘের সভাপতি আফসার আলী, চেম্বার অব কমার্সের পরিচালক খাইরুল ইসলাম , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আব্দুর রাহিম, নাগরিক কমিটির আহ্বায়ক আবু হেনা বাবলু ও সংগঠক শওকত আলী, সমাজ কর্মী আব্দুল মজিদ, সমাজকর্মী শাহনেওয়াজ খাঁন সিনা,সুজনের জেলা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল প্রমুখ।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী নানাভাবে অবহেলিত। এ জেলা সড়ক পথে যেমন অবহেলিত ঠিক তেমনি রেলপথে হয়েছে বৈষম্যের শিকার। কারণ রাজধানী ঢাকা পর্যন্ত চলাচলের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীকে খুব ভোরে একমাত্র আন্ত:নগর ট্রেন বনলতার উপর নির্ভর করতে হয়। অথচ অন্যান্য আন্ত:নগর ট্রেন রাজশাহী স্টেশন পর্যন্ত এসে অযথা কালক্ষেপণ করে সেখানেই অবস্থান করে। যা দেশের উত্তর- পশ্চিমাঞ্চলের মানুষের সাথে বৈষম্যের সৃষ্টি করেছে। বিষয়টি শুধুমাত্র বৈষম্যই নয়, চরম অমানবিকও বটে।

বক্তারা আরো বলেন, এই অঞ্চলের সর্বশেষ রেলওয়ে স্টেশন চাঁপাইনবাবগঞ্জ হওয়া স্বত্তেও ধুমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতির মতো আন্তঃনগর ট্রেনগুলো নানান অযৌক্তিক অজুহাতে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রবেশ করতে দেয়া হয় না। ফলে এই এলাকার মানুষ বিশেষ করে নারী, শিশু এবং মুমুর্ষ রোগী অত্যন্ত কষ্ট করে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে বাধ্য হয়।

ফিরতি পথে একইভাবে রাজশাহী রেলওয়ে স্টেশনে নেমে পুনরায় বাস কিংবা অটো করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরসহ ভোলাহাট, শিবগঞ্জ, নাচোল এবং গোমস্তাপুর উপজেলাসহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ অত্যন্ত ঝুকিপূর্ণ পরিস্থিতিতে যাতায়াত করেন। ফলশ্রুতিতে এই অঞ্চলের জনসাধারণ দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন হতে সকল আন্তঃনগর ট্রেন চলাচলের জোর দাবি জানিয়ে আসছে। কিন্তু, আমাদের এই অঞ্চলের প্রায় ২৫ লক্ষ মানুষের যৌক্তিক দাবিকে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করে ন্যায্য দাবি থেকে বঞ্চিত করা হচ্ছে।

আর তাই নায্য অধিকার বঞ্চিত ও বৈষম্যের শিকার চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, ভ্রমণসহ অন্যান্য জরুরী প্রয়োজন সহজলভ্য ও দ্রুততর করার জন্য যমুনা নদী রেলসেতু থেকে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত নতুন ডাবল রেললাইন স্থাপন, পুরাতন রেললাইন সংস্কারসহ অনতিবিলম্বে বনলতার পাশাপাশি সকল আন্তঃনগর ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশনের পরিবর্তে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চালুর দাবি জানিয়ে ৮ দফা প্রাণের দাবি পূরণে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করা হয় মানববন্ধন থেকে। অন্যথায় দাবি আদায়ে জেলাবাসী বৃহত্তর কর্মসূচি দিতে পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলা সুজনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে