বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ঘুষ মামলায় ট্রাম্পকে 'নিঃশর্ত অব্যাহতি'

আন্তর্জাতিক ডেস্ক
  ১২ জানুয়ারি ২০২৫, ০০:০০
ঘুষ মামলায় ট্রাম্পকে 'নিঃশর্ত অব্যাহতি'
ঘুষ মামলায় ট্রাম্পকে 'নিঃশর্ত অব্যাহতি'

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অপরাধে দন্ডিত হয়েছেন। প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দন্ডিত হওয়ার ইতিহাস গড়লেন তিনি। শুক্রবার নিউ ইয়র্কের বিচারক হুয়ান মার্চান তাকে 'নিঃশর্ত অব্যাহতি' দিয়ে সাজা ঘোষণা করেন। ফলে তাকে কারাদন্ড বা জরিমানা মুখে পড়তে হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার ঘটনায় ব্যবসায়িক নথি জালিয়াতি। মে মাসে ৩৪টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে 'নিঃশর্ত অব্যাহতি' বা 'আনকন্ডিশনাল ডিসচার্জ' অনুযায়ী, তার দোষী সাব্যস্ত হওয়া রেকর্ডে থাকবে, কিন্তু তাকে কারাদন্ড, জরিমানা বা পর্যবেক্ষণের মুখোমুখি হতে হবে না। শুক্রবারের এই সাজা ঘোষণার আগের দিন মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আইনজীবীদের দন্ডাদেশ বিলম্বিত করার আবেদন নাকচ করে। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই তার দন্ডাদেশ কার্যকর হলো। ট্রাম্প তার অপরাধ অস্বীকার করে বলেছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তিনি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বিচারক মার্চান বলেছেন, এই দন্ডের মাধ্যমে আইন সবার জন্য সমান এমন বার্তা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে