সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধ করে রফতানি করার পরিকল্পনা ঘোষণা করেছে। সোমবার ধাহরানে এক সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। প্রিন্স আবদুল আজিজ জানান, ইউরেনিয়াম সমৃদ্ধ করে ইয়েলোকেক উৎপাদন করা হবে। এটি পারমাণবিক চুলিস্নর জ্বালানির জন্য ব্যবহৃত হয়। এটি নিরাপদ ব্যবস্থাপনার প্রয়োজন হলেও তেজস্ক্রিয় ঝুঁকি কম। সৌদি আরব নিজের খনিজ সম্পদের বাণিজ্যিকীকরণের অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে। দেশটি পারমাণবিক শক্তি ব্যবহার করে জ্বালানি বৈচিত্র্য আনতে চায় বলে জানিয়েছে। তবে এই উদ্যোগের চূড়ান্ত লক্ষ্য এখনও স্পষ্ট নয়।
২০১৮ সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে সৌদি আরবও একই পথ অনুসরণ করবে। দেশটি ২০২৪ সালের মধ্যে জাতিসংঘের পরমাণু তদারকির প্রটোকল পরিত্যাগের পরিকল্পনা করছে। সৌদি আরব এখনও তার প্রথম পারমাণবিক চুলিস্ন চালু করেনি। তাই দেশটির কর্মসূচি এখনও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ছোট পরিমাণ প্রটোকলের (এসকিউপি) আওতায় পর্যবেক্ষণে রয়েছে।