চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রোজিনা খাতুন (৫২) নামের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮ মে) সকাল সাক ৭ টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মতিয়ারের ইটভাটার সামনে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। নিহত রোজিনা কার্পাসডাঙ্গা গ্রামের মুচিবটতলার ফল ব্যবসায়ি সামসুলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে রোজিনা খাতুন হাটাহাটি করেন। এ সময় ইটভাটার সামনে পৌছালে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনার পর মোটরসাইকেল চালক কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের ইদুর ছেলে হৃদয়কে আটক করে স্থানীয়রা৷ খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌছে হৃদয়কে হেফাজতে নেয়।
কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শেখ নাইমুল বলেন, মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই রোজিনা খাতুনের মৃত্যু হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, এখনো পর্যন্ত মামলা হয়নি। তবে মামলা হবে।।