শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ইসরাইল গাজা ছাড়তে দিচ্ছে না ১১ মার্কিন চিকিৎসক-নার্সকে

আন্তর্জাতিক ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
ইসরাইল গাজা ছাড়তে দিচ্ছে না ১১ মার্কিন চিকিৎসক-নার্সকে

মার্কিন চিকিৎসক এবং নার্সদের গাজা থেকে বের হওয়ার অনুমতি দিচ্ছে না ইসরাইল। জেটেও নিউজ ওয়েবসাইটের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলি কর্তৃপক্ষ ১১ মার্কিন চিকিৎসক এবং নার্সকে গাজার ছাড়ার অনুমতি দেয়নি। মানবিক সংস্থা রাহমার স্বাস্থ্যকর্মীদের বুধবার গাজা ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, একটি নিরাপত্তা চেকপয়েন্টে ঘটা অনাকাঙ্‌িক্ষত ?'ঘটনার' কারণে সেটা সম্ভব হয়নি। ইসরাইলি কর্তৃপক্ষ রাহমার স্বাস্থ্যকর্মীদের আরেকটি বড় দলকে গাজায় প্রবেশ করতেও বাধা দিচ্ছে বলে জানা গেছে। এদিকে গাজার উত্তরাঞ্চলে নিজেদের বাড়ি-ঘরে ফেরার চেষ্টার সময় ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী এতে অন্তত একজন নিহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী বাস্তবায়নে বিলম্ব করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে হামাস।

অপরদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, বন্দী নারী বেসামরিক নাগরিকদের মুক্তি দিতে হামাসের বিলম্বের কারণে ইসরাইল ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনে বাধা দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে