ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস চলতি মাসের শেষ দিন শুক্রবারের আগেই ইসরাইলি নারী আরবেল ইয়েহুদসহ তিন জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে। রোববারৎ কাতার এই তথ্য নিশ্চিত করেছে। এরপরই ইসরাইল জানিয়েছে, সোমবার সকালের দিকেই গাজার উত্তরাঞ্চলের অধিবাসীদের তারা বাড়ি ফেরার অনুমতি প্রদান করবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিন জিম্মি মুক্তির বিষয়টি রোববার নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বেসামরিক নাগরিক আরবেল ইয়েহুদ, সেনাসদস্য আগাম বেরজের ও অন্য এক জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি আরও বলেছেন, সোমবার সকাল থেকে উদ্বাস্তু গাজাবাসীদের ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ফেরার অনুমতি দেওয়া হবে।