চার বছর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গায় অংশ নেওয়ার অভিযোগে জেল খাটা একজন 'সেদিন ভুল করেছিলেন' বলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্ষমা প্রত্যাখ্যান করার পর, এবার একই সুরে কথা বলেছেন খোদ ট্রাম্পের এক মিত্র। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, তিনি মনে করেন, যারা সেদিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে গিয়ে পুলিশকে বেধড়ক পিটিয়েছে, তাদেরকে ক্ষমা করে দেওয়াটা 'ভুল' সিদ্ধান্ত। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প যা করেছেন, তাতে অবাক হননি বলেও জানান এই সেনেটর। ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তার প্রথম কার্যদিবসেই ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় জড়িত প্রায় ১,৬০০ জন দাঙ্গাবাজকে ক্ষমার আদেশ দেন।