শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

কঙ্গোর পূর্বাঞ্চলের বৃহত্তম শহর দখলের দাবি বিদ্রোহী জোটের

আন্তর্জাতিক ডেস্ক
  ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
কঙ্গোর পূর্বাঞ্চলের বৃহত্তম শহর দখলের দাবি বিদ্রোহী জোটের

মধ্য আফ্রিকার খনিজসমৃদ্ধ দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের বৃহত্তম শহর, নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে সশস্ত্র বিদ্রোহীদের একটি জোট। সরকারি সেনাদের স্থানীয় সময় সোমবার ভোরের আগে রাত ৩টার মধ্যে আত্মসমর্পণেও নির্দেশ দিয়েছে তারা।

পূর্বাঞ্চলে বিদ্রোহী এই জোটের ত্বরিত অগ্রগতির কারণে এরই মধ্যে ওই এলাকার লাখ লাখ মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, একইসঙ্গে অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে। গোমা বিদ্রোহীদের দখলে গেছে কিনা তা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এ দাবি প্রসঙ্গে মন্তব্য চাইলেও কিনশাসা সরকারের মুখপাত্র এবং সেনাবাহিনীর কাছ থেকে তাৎক্ষণিকভাবে সাড়াও পায়নি তারা। কিনশাসা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে