সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ইউক্রেনে ২৬৭টি ড্রোন দিয়ে রুশ হামলা

যুদ্ধ শুরুর পর প্রথম রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ইউক্রেনে ২৬৭টি ড্রোন দিয়ে রুশ হামলা
রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের একটি ভবন -ফাইল ছবি

ইউক্রেনে একরাতেই আড়াই শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। ২০২২ সালের ফেব্রম্নয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় মস্কো। তারপর থেকে একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা। ইউক্রেনের বিমান বাহিনী রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত জানিয়েছেন, প্রায় তিন বছর আগে যুদ্ধ শুরুর পর একরাতেই রেকর্ড ২৬৭টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ১৩৮টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানান তিনি। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেওয়া সহায়তার অর্থ ফেরত চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেনকে দেওয়া সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্র 'যেকোনো কিছু' পেতে চায়।

শনিবার মার্কিন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইউক্রেনকে দেওয়া কয়েকশ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ও অন্যান্য সহায়তার 'প্রত্যাবর্তন' তিনি নিশ্চিত করতে চান। এর জন্য ইউক্রেনের বিরল খনিজ সম্পদ সংক্রান্ত একটি চুক্তি 'প্রায় চূড়ান্ত পর্যায়ে' রয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনো এই চুক্তির খসড়া মেনে নিতে প্রস্তুত নন। ট্রাম্প বলেন, আমরা তাদের কাছ থেকে কিছু চাই, কারণ আমরা অনেক টাকা দিয়েছি। তাই আমরা বিরল খনিজ এবং তেল চাই, যা কিছু পাওয়া যায়! তিনি দাবি করেন, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে যে সহায়তা দিয়েছে, তা মূলত ঋণ হিসেবে দেওয়া হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র সেই সুবিধা পায়নি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৩৫০ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে। তবে জার্মানির কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, এই সহায়তার পরিমাণ ১২০ বিলিয়ন ডলারের কাছাকাছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে