শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

যারা ভোট দিয়েছিলেন তাদেরই চাকরিচু্যত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  ১০ মার্চ ২০২৫, ০০:০০
যারা ভোট দিয়েছিলেন তাদেরই চাকরিচু্যত করলেন ট্রাম্প

গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন এমন অনেকেই এখন চাকরিচু্যত হয়েছেন। নির্বাচনের সময় জেনিফার পিগট তার একতলা বাড়ির বাইরে বেশ গর্ব করেই ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে লাল-নীল রঙের প্রচারণার পতাকা ঝুলিয়েছিলেন। এখন তিনি বুঝতে পারছেন যে তিনি কত বড় ভুল করেছিলেন। তাকে হঠাৎ করেই সিভিল সার্ভিসের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং এটা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই। পশ্চিম ভার্জিনিয়ার পার্কার্সবার্গে অবস্থিত ট্রেজারি ডিপার্টমেন্টের বু্যরো অব ফিসকাল সার্ভিস থেকে ফেব্রম্নয়ারিতে বরখাস্ত হওয়া ১২৫ জনেরও বেশি ব্যক্তির মধ্যে পিগটও রয়েছেন। সেখানকার বিপুল সংখ্যক মানুষ রিপাবলিকান প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পিগট বলেন, আমি যাদের সাথে কথা বলেছি তারা কেউই বুঝতে পারেননি যে, এই প্রশাসন ক্ষমতায় থাকলে আমাদের জীবনের ওপর কতটা বিপর্যয় নেমে আসবে। ৪৭ বছর বয়সী এই নারী বলেন, এখন তিনি যা জানতে পারছেন তা আগে জানলে তিনি কখনই ট্রাম্পকে ভোট দিতেন না।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো দেশের জন্য বেশ কিছু বিষয়ে বেশ ভালোই কাজ করছেন কিন্তু আমি এই বিষয়টি বুঝতে পারছি না। বিএফএসে পাঁচ বছর ধরে কাজ করছিলেন পিগট। সম্প্রতি তিনি পদোন্নতি পেয়েছেন। কিন্তু ট্রাম্প প্রশাসন হাজার হাজার ফেডারেল কর্মীকে বরখাস্ত করতে শুরু করলে তিনিও এর মধ্যে পড়ে যান। পিগট একজন রক্ষণশীল নারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে