শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
পাঠক মত

পুরনো ঢাকায় অহরহ ছিনতাই

মাহবুবউদ্দিন চৌধুরী
  ২৬ মে ২০২৩, ০০:০০
পুরনো ঢাকায় অহরহ ছিনতাই

ইদানীং পুরনো ঢাকায় ছিনতাই অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। দেশের কোনো থানাই ছিনতাই ঘটনার সাধারণ ডায়েরি বা জিডি গ্রহণ করে না তবে মামলা নেয় অনেক দেন দরবারের পর। থানায় ছিনতাইকৃত মামলা করাও আরও বিপজ্জনক ও বিড়ম্বনা যা আমি নিজেই ভুক্তভোগী। এই সেদিন ৩ মে ২০২৩ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের অনুষ্ঠান শেষে প্রেস ক্লাব থেকে রিকশাযোগে ফরিদাবাদের বাসায় আসার পথে গেন্ডারিয়া থানার খুবই সন্নিকটে আমি আবারও ছিনতাইকারীর কবলে পড়ি। এবার আমার চলন্ত রিকশার সামনের রিকশায় অবস্থিত ছিনতাইকারী আমাকে বারবার সালাম দিয়ে বলে ভাই ভালো আছেন, ভালো আছেন আমাকে চিনছেন এই বলে সামনে এসে আমার রিকশা থামিয়ে দেয়। খুব ভদ্র ভাষায় আমার সঙ্গে এবার হাত মিলিয়ে বলে আমাকে চিনছেন তো? আমি না চেনার কথা বললে সে বলে আমার পকেটে পিস্তল আছে। যাক আপনার নিকট কত টাকা আছে বলেন বলে হুমকি দিচ্ছে। ম্যানিবাগটি বের করেন নয়তো পিস্তল বের করব। আমি তখন কিছুটা আতঙ্কিত ও হতভম্ব হয়ে বুঝতে আর সময় নিলাম না, আমি ছিনতাইকারীর কবলে পড়েছি। প্রকাশ্যে রাস্তার ওপর এবং সময় তখন দুপুর ৩টা হবে। পথচারী বা আশপাশের কোনো লোকজন কেউই এগিয়ে এলেন না। কোনো প্রকার সুযোগ না দিয়ে আমি রিকশা থেকে নেমে রাস্তার পার্শ্বে অবস্থিত একটি ব্যাংকের ভিতরে দৌড়ে ঢুকে আত্মরক্ষা করতে সক্ষম হই। পরে ছিনতাইকারী পালিয়ে যায়। গোটা পুরনো ঢাকা এখন ছিনতইকারীদের স্বর্গরাজ্য হিসেবে গড়ে উঠেছে যা দেখার কেউ নেই। অবাক হবেন, রাজধানীর ঢাকার সূত্রাপুর, গেন্ডারিয়া ও শ্যামপুর থানা-পুলিশের অবহেলা ও উদাসীনতার জন্য পুরনো ঢাকাতে অহরহ ছিনতাইয়ের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়েছে। বিষয়টি অবহেলা না করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি এবং ডিমএপির কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি।

মাহবুবউদ্দিন চৌধুরী

১৭, হরিচরণ রায় রোড

ফরিদাবাদ-গেন্ডারিয়া

ঢাকা-১২০৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে