শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

রেমিট্যান্স প্রবাহ ও প্রবাসী শ্রমিকদের সমস্যা

রিফাত রহমান
  ১০ মার্চ ২০২৫, ০০:০০
রেমিট্যান্স প্রবাহ ও প্রবাসী শ্রমিকদের সমস্যা

বাংলাদেশের অর্থনীতির সাফল্যের অন্যতম ভিত্তি হলো রেমিট্যান্স। প্রবাসী শ্রমিকদের অদম্য পরিশ্রম ও ত্যাগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে- যা জাতীয় উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং অর্থনীতির গতিশীলতায় অসামান্য ভূমিকা রাখছে। তবে, এই রেমিট্যান্স প্রবাহ আরও সুসংহত ও দীর্ঘস্থায়ী করতে হলে প্রবাসী শ্রমিকদের নানাবিধ সমস্যার সমাধান করা জরুরি। প্রবাসী শ্রমিকদের অনেকেই প্রতারণা, অমানবিক কর্মপরিবেশ এবং বেতন বৈষম্যের শিকার হন। অধিকাংশ ক্ষেত্রে মধ্যস্থতাকারী দালালদের কারণে তারা অতিরিক্ত ব্যয় ও হয়রানির মুখোমুখি হন। অনেক সময় দক্ষতার অভাব কিংবা ভাষাগত সমস্যার কারণে বিদেশে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। দেশে ফেরার পরও তাদের আর্থিক সুরক্ষা, পুনর্বাসন, এবং অর্জিত অর্থের সঠিক ব্যবস্থাপনা নিয়ে সংকট দেখা দেয়। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টা।

দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, সঠিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতকরণ এবং শ্রমিকদের জন্য আইনি সুরক্ষা অত্যন্ত জরুরি। প্রবাসীদের অর্থ বিনিয়োগে উৎসাহিত করতে উপযুক্ত সুযোগ ও প্রণোদনা প্রদান করা হলে রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে। প্রবাসী শ্রমিকদের যথাযথ মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা কেবল তাদের প্রতি দায়িত্ব নয়, বরং এটি জাতীয় সমৃদ্ধির পূর্বশর্ত।

রিফাত রহমান

শিক্ষার্থী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে