শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলা দ্বিতীয়পত্র

দশম শ্রেণির পড়াশোনা

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
  ০৮ নভেম্বর ২০২০, ০০:০০
দশম শ্রেণির পড়াশোনা
মেঘপুঞ্জ

সমাস

৫০। ভাববাচক বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়?

1

ক. অন্ত

খ. আও

গ. উনি

ঘ. অন

সঠিক উত্তর : খ. আও।

৫১। পাল ও যূথ শব্দ দুটি কোথায় ব্যবহৃত হয়?

ক. উন্নত প্রাণীর বহুবচনে

খ. জন্তুর একবচনে

গ. অপ্রাণীবাচক শব্দের বহুবচনে

ঘ. জন্তুর বহুবচনে

সঠিক উত্তর : ঘ. জন্তুর বহুবচনে।

৫২। কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন?

ক. বড় বড় মাঠ

খ. এটাই করিমদের বাড়ি

গ. সিংহ বনে থাকে

ঘ. হস্তিযূথ মাঠে ফসল নষ্ট করেছে

সঠিক উত্তর : খ. এটাই করিমদের বাড়ি।

৫৩। কোন বহুবচনবোধক শব্দগুলো কেবল অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়?

ক. নিকর, সমূহ, বৃন্দ

খ. বর্গ, বৃন্দ, মালা

গ. কুল, নিচয়, সকল

ঘ. আবলি, পুঞ্জ, রাশি

সঠিক উত্তর : ঘ. আবলি, পুঞ্জ, রাশি

৫৪। বহুবচনবোধক অব্যয় ও সমষ্টিবোধক শব্দের অধিকাংশই কোন শব্দে প্রযোজ্য?

ক. বাংলা শব্দে

খ. সংস্কৃত শব্দে

গ. বিদেশি শব্দে

ঘ. ক ও গ

সঠিক উত্তর : খ. সংস্কৃত শব্দে।

৫৫। 'মেঘ' শব্দের বহুবচন কোনটি?

ক. মেঘমালা

খ. মেঘরাজি

গ. মেঘপুঞ্জ

ঘ. মেঘরাশি

সঠিক উত্তর : গ. মেঘপুঞ্জ।

৫৬। অনেক সময় বিশেষ্য ও বিশেষণের দ্বিত প্রয়োগে বহুবচন হয়, যেমন-

ক. মন্দ লোকে মন্দ বলে

খ. নানা মুনির নানা মত

গ. বড় বড় মাঠের বড়ই অভাব

ঘ. অঢেল টাকা, ঢের খরচ

সঠিক উত্তর : ঘ. অঢেল টাকা, ঢের খরচ

৫৭। 'বুজুর্গ' শব্দের বহুবচন কোনটি?

ক, বুজুর্গবৃন্দ

খ. বুজুর্গবর্গ

গ. বুজুর্গান

ঘ. বুজুর্গরা

সঠিক উত্তর : গ. বুজুর্গান।

৫৮। 'বৃন্দ' বচনবোধক প্রত্যয়টি কোন শব্দের সঙ্গে বসে?

ক. উন্নত প্রাণীবাচক শব্দে

খ. অপ্রাণীবাচক শব্দে

গ.সব প্রাণীবাচক শব্দে

ঘ. ইতর প্রাণীবাচক শব্দে

সঠিক উত্তর : ক. উন্নত প্রাণীবাচক শব্দে

৫৯। 'রা' ক্ষেত্রবিশেষে ইতর প্রাণীবাচক শব্দেও বসে কোন ক্ষেত্রে?

ক. সাধু রীতিতে

খ. চলিত রীতিতে

গ. কবিতার ক্ষেত্রে

ঘ. বিশেষ ক্ষেত্রে

সঠিক উত্তর : গ. কবিতার ক্ষেত্রে।

৬০। কোনটিতে বিদেশি মূলভাষার অনুসরণে বহুবচন হয়েছে?

ক. আলেমগণ

খ. ঠাকুরগণ

গ. পন্ডিতগণ

ঘ. কাগজাত

সঠিক উত্তর : ক. আলেমগণ।

৬১। 'বচন' কোন ধরনের শব্দ?

ক. বাংলা

খ. সংস্কৃত

গ. বিদেশি

ঘ. পারিভাষিক

সঠিক উত্তর : ঘ. পারিভাষিক

৬২। 'সাহেব' শব্দের বহুবচন কোনটি?

ক. সাহেববৃন্দ

খ. সাহেববর্গ

গ. সাহেবমন্ডলী

ঘ. সাহেবান

সঠিক উত্তর : ঘ. সাহেবান

৬৩। নিচের কোনটিতে বচনের ব্যবহার সঠিক হয়নি?

ক. কুসুমনিচয়

খ. পুস্তকরাজি

গ. কুসুমদাম

ঘ. কমলনিকর

সঠিক উত্তর : খ. পুস্তকরাজি।

৬৪। নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন?

ক. সিংহ বনে থাকে

খ. সকলে সব জানে না

গ. হাঁড়ি হাঁড়ি সন্দেশ

ঘ. অজস্র লোক জমেছে

সঠিক উত্তর : খ. সকলে সব জানে না

৬৫। নিচের কোন পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে?

ক. শিক্ষক

খ. মেধাবী

গ. বৈষ্ণব

ঘ. কিশোর

সঠিক উত্তর : ক. শিক্ষক।

৬৬। 'কাজল-কালো'র সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. কাজলের ন্যায় কালো

খ. কাজল রূপ কালো

গ. কাজল ও কালো

ঘ. কালো যে কাজল

সঠিক উত্তর : ক. কাজলের ন্যায় কালো।

৬৭। কোনটি কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?

ক. বর্গ

খ. কুল

গ. রাজি

ঘ . সকল

সঠিক উত্তর : ক. বর্গ।

৬৮। বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয় তবে তাকে কী বলে?

ক. সমানাধিকরণ বহুব্রীহি

খ. ব্যাধিকরণ বহুব্রীহি

গ. ব্যতিহার বহুব্রীহি

ঘ. প্রত্যায়ান্ত বহুব্রীহি

সঠিক উত্তর : খ. ব্যাধিকরণ বহুব্রীহি

৬৯। মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. মহান কীর্তি যার

খ. মহা যে কীর্তি

গ. মহতী যে কীর্তি

ঘ. মহান যে কীর্তি

সঠিক উত্তর : গ. মহতী যে কীর্তি

৭০। পূর্ব পদ বিশেষণ ও পর পদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?

ক. ব্যাধিকরণ

খ. সমানাধীকরণ

গ. প্রত্যায়ান্ত বহুব্রীহি

ঘ. মধ্যপদলোপী বহুব্রীহি

সঠিক উত্তর : খ. সমানাধীকরণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে