আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো
প্রথম অধ্যায়
২০। বিষয়বস্তুগত ইতিহাসকে কয়ভাগে ভাগ করা যায়?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর : (ঘ) পাঁচ ভাগে
২১। প্রতিটি মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা কেমন?
(ক) একই
(খ) অভিন্ন
(গ) ভিন্ন ভিন্ন
(ঘ) এক ও অভিন্ন
সঠিক উত্তর : (গ) ভিন্ন ভিন্ন
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২২, ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও :
আপন তার এলাকার যুবকদের নিয়ে যুবসংঘ করার উদ্যোগী হয়। কিন্তু কীভাবে করবে তা বুঝতে পারছিলেন না। কোনো উপায় না পেয়ে ইতিহাসের বই পড়ে এবং যুবকদের নিয়ে উদয় নামে একটি যুবসংঘ প্রতিষ্ঠা করেন।
২২। ইতিহাস পড়ে আপনের অনুমান হলো মানবসমাজ ও সভ্যতার বিবর্তনের সত্যনির্ভর বিবরণ হচ্ছে-
(ক) অর্থনীতি
(খ) ইতিহাস
(গ) দর্শন
(ঘ) ক্রমবিবর্তন।
সঠিক উত্তর : (খ) ইতিহাস
২৩। ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?
(ক) তিন ভাগে
(খ) চার ভাগে
(গ) পাঁচ ভাগে
(ঘ) ছয় ভাগে।
সঠিক উত্তর : (ক) তিন ভাগে
২৪। আপনের মতে সকলেই উক্ত বইটি পড়লে জানতে পারবে-
(র) ইতিহাস ঐতিহ্যের বিবরণ
(রর) ইতিহাস অতীতের রীতিনীতি, আচার-আচরণ
(ররর) বর্তমান সকল বিষয়ই অতীতের ক্রমবিবর্তন।
\হনিচের কোনটি সঠিক?
(ক) র (খ) র ও রর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর
২৫। বর্তমানের প্রয়োজনে কাজে লাগানো হয় কিসের শিক্ষা?
(ক) ইতিহাসের জ্ঞান
(খ) ইসলামী জ্ঞান
(গ) ধর্মের শিক্ষা
(ঘ) বিজ্ঞানের শিক্ষা
সঠিক উত্তর : (ক) ইতিহাসের জ্ঞান
২৬। বর্তমান সময়ের ইতিহাসকে কি বলা হয়?
(ক) সাম্প্রতিক ইতিহাস
(খ) সমসাময়িক ইতিহাস
(গ) বর্তমান ইতিহাস
(ঘ) সঠিক ইতিহাস
সঠিক উত্তর : (ক) সাম্প্রতিক ইতিহাস
২৭। ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য হলো-
(ক) গবেষণা
(খ) শুধু অতীত ঘটনাবলি
(গ) অতীত সংরক্ষণ
(ঘ) যুদ্ধের বর্ণনা
সঠিক উত্তর : (খ) শুধু অতীত ঘটনাবলি
২৮। কোনটি অতীতমুখী?
(ক) পৌরনীতি
(খ) অর্থনীতি
(গ) ইতিহাস
(ঘ) ভূগোল
সঠিক উত্তর : (গ) ইতিহাস
২৯। বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা কিসের বৈশিষ্ট্য?
(ক) ইতিহাসের
(খ) সাহিত্যের
(গ) গণিতের
(ঘ) বিজ্ঞানের
সঠিক উত্তর : (ক) ইতিহাসের
৩০। কোনটি ইতিহাসের অলিখিত উপাদান?
(ক) সরকারি নথি, নথিপত্র
(খ) শিলালিপি, স্মৃতিস্তম্ভ
(গ) চিঠিপত্র, দলিলপত্র
(ঘ) গল্প কাহিনী, সাহিত্য।
সঠিক উত্তর : (খ) শিলালিপি, স্মৃতিস্তম্ভ
৩১। ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
(ক) ইতি
(খ) ঐতিহ্য
(গ) ইতিহ
(ঘ) ঐতিহ থেকে
সঠিক উত্তর : (গ) ইতিহ
৩২। ইতিহাসের পরিসর বিশ্লেষণ করলে পাওয়া যায়-
(র) বৈজ্ঞানিক পদ্ধতি
(রর) গবেষণা
(ররর) নতুন নতুন বিষয় অন্তর্ভুক্তি
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) র ও রর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
\হসঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪নং প্রশ্নের উত্তর দাও :
প্রকাশের পূর্বপুরুষরা জমিদার ছিলেন। তারা পূর্বপুরুষদের পুরনো দালানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। দালানটি দুর্বল হয়ে যাওয়ার কারণে ভেঙে ফেলার পর ভূগর্ভে মুদ্রা, শিলামূর্তি, তাম্রলিপি ও ইমারত পাওয়া যায়। এ ছাড়া সিন্দুকের মধ্যে পুরনো দিনের কিছু বই পাওয়া যায়।
৩৩। পুরনো দালানে পাওয়া উপাদানগুলোর মধ্যে ইতিহাসের লিখিত উপাদান কোনটি?
(ক) ইমারত
(খ) বই
(গ) মুদ্রা
(ঘ) শিলামূর্তি
সঠিক উত্তর : (খ) বই
৩৪। পুরনো দালান ভেঙে ইতিহাসের যে উপাদানগুলো পাওয়া যায়-
(র) লিখিত উপাদান
(রর) অলিখিত উপাদান
(ররর) প্রত্নতাত্ত্বিক উপাদান
\হনিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর
৩৫। ইবনেবতুতা কোন দেশীয় পরিব্রাজক?
(ক) আফ্রিকান
(খ) মিশরীয়
(গ) জাপানিজ
(ঘ) স্পেনীয়
সঠিক উত্তর : (ক) আফ্রিকান
৩৬। ইতিহাসের উপাদানকে কয়ভাগে ভাগ করা যায়?
(ক) দুই ভাগে
(খ) তিন ভাগে
(গ) চার ভাগে
(ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর : (ক) দুই ভাগে
৩৭। মানুষকে সচেতন করে তোলে কিসের জ্ঞান?
(ক) সাধারণ জ্ঞান
(খ) ধর্মের জ্ঞান
(গ) ইতিহাসের জ্ঞান
(ঘ) পুষ্টি জ্ঞান
সঠিক উত্তর : (গ) ইতিহাসের জ্ঞান
৩৮। অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে কোনটির পাঠ অধিক যুক্তিযুক্ত?
(ক) ইতিহাস পাঠ
(খ) উপন্যাস পাঠ
(গ) পত্রিকা পাঠ
(ঘ) বিজ্ঞান পাঠ
সঠিক উত্তর : (ক) ইতিহাস পাঠ
৩৯। গৌররাজ শশাংকের রাজধানী ছিল কোনটি?
(ক) কর্ণ সুবর্ণ
(খ) চন্দ্রদ্বীপ
(গ) পুন্ড্রনগর
(ঘ) বিক্রমপুর
সঠিক উত্তর : (ক) কর্ণ সুবর্ণ
নিচের উদ্দীপকটি পড় এবং ৪০ ও ৪১নং প্রশ্নের উত্তর দাও :
কোদালপুর ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের লোকজনের মধ্যে মারামারি হলে পরদিন পত্রিকায় প্রকাশিত হলো সাবেক চেয়ারম্যানের লোকজন বর্তমান চেয়ারম্যানের লোকজনকে বেদম পিটিয়েছে। অন্য একটি পত্রিকায় প্রকাশিত হলো বর্তমান চেয়ারম্যানের লোকজন সাবেক চেয়ারম্যানের লোকজনদের ভীষণভাবে আঘাত করেছে।
৪০। উদ্দীপকের ঘটনাটির ইতিহাস লিখতে হলে কোন বিষয়টি উপেক্ষা করতে হবে?
(ক) ভৌগোলিক অবস্থান
(খ) একত্রিত ঘটনা
(গ) খ্রিষ্টপূর্ব ঘটনা
(ঘ) আবেগ
সঠিক উত্তর : (ঘ) আবেগ