উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য
৮৫। আম, জাম, কাঁঠাল, বট ইত্যাদি উদ্ভিদের পাতা কোন ধরনের?
উত্তর : সরলপত্র
৮৬। সরলপত্র কাকে বলে?
উত্তর : যে সব উদ্ভিদের পাতার বৃন্তের উপরে একটিমাত্র পত্রফলক থাকে তাকে সরলপত্র বলে।
৮৭। একটি সরলপত্রের কিনারা কেমন থাকে?
উত্তর : অখন্ডিত বা অসম্পূর্ণভাবে অখন্ডিত থাকে
৮৮। যৌগিক পত্র কাকে বলে?
উত্তর : যে সব উদ্ভিদের পাতায় অনেক ছোট ছোট ফলক থাকে তাদের যৌগিক পত্র বলে।
৮৯।র্ যাকিস বা অক্ষ কাকে বলে?
উত্তর : যৌগিক পত্রের অণুফলক বা পত্রগুলো যে দন্ডে সাজানো থাকে তাকের্ যাকিস বা অক্ষ বলে।
৯০। পত্রকের বিন্যাস অনুযায়ী যৌগিক পত্র কয় ধরনের?
উত্তর : ২ ধরনের
৯১। গোলাপ, নিম, তেঁতুল, সজনে ইত্যাদি উদ্ভিদের পাতা কোন ধরনের?
উত্তর : যৌগিক পত্র
৯২। শতমূলী, সর্পগন্ধা ইত্যাদি উদ্ভিদের মূল থেকে কী তৈরি হয়?
উত্তর : দামি ওষুধ
৯৩। কোন জাতীয় উদ্ভিদের নরম কান্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি?
উত্তর : বীরুৎ জাতীয়
৯৪। তামাক পাতা থেকে কী প্রস্তুত হয়?
উত্তর : বিড়ি সিগারেট
৯৫। খেজুর পাতা দিয়ে কী তৈরি হয়?
উত্তর : পাটি
৯৬। বাসক, নিশিন্দা, কুর্চি, থানকুনি, গাঁদা ইত্যাদি গাছের পাতা থেকে কী পাওয়া যায়?
উত্তর : ওষুধ
৯৭। সরলপত্রে কয়টি পত্রফলক থাকে?
উত্তর : ১টি
৯৮। পক্ষল যৌগিক পত্র কী?
উত্তর : যে যৌগিক পত্রে পত্রকগুলোর্ যাকিসে বা অক্ষের দু'ধারে সাজানো থাকে তাকে পক্ষল যৌগিক পত্র বলে।
৯৯। সরলপত্রের প্রধান শিরাকে কী বলে?
উত্তর : মধ্যশিরা
১০০। সপুষ্পক উদ্ভিদ কী?
উত্তর : যে সব উদ্ভিদের দেহে মূল, কান্ড, পাতা থাকে এবং ফুল, ফল ও বীজ হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে।
সালোকসংশ্লেষণ
১। পৃথিবীর সমস্ত শক্তির উৎস কী?
উত্তর : সূর্য
২। সালোকসংশ্লেষণ কাকে বলে?
উত্তর : যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদরা সূর্যের আলোয় তাদের নিজের খাদ্য নিজেরা তৈরি করে তাকে সালোকসংশ্লেষণ বলে।
৩। সবুজ পস্নাস্টিডের ভিতরে সৌরশক্তি, পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কী উৎপন্ন করে?
উত্তর : অক্সিজেন ও গস্নুকোজ
৪। পাতার কোষগুলোতে কীসের সংখ্যা অনেক বেশি?
উত্তর : ক্লোরোপস্নাস্টের
৫। পাতার কী থাকায় সালোকসংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান-প্রদান সহজে ঘটে?
উত্তর : পত্ররন্ধ্র
৬। স্থলজ উদ্ভিদ মাটি থেকে কী দ্বারা পানি শোষণ করে?
উত্তর : মূলরোম
৭। আলোর প্রধান উৎস কী?
উত্তর : সূর্য
৮। সালোকসংশ্লেষণের সময় বায়ুমন্ডলের কোন উপাদান পত্ররন্ধ্রের ভিতর দিয়ে পাতায় প্রবেশ করে?
উত্তর : কার্বন ডাইঅক্সাইড